ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্মিথ আবার অধিনায়ক হবে, বিশ্বাস টেলরের

প্রকাশিত: ০৫:০৬, ৭ মে ২০১৮

স্মিথ আবার অধিনায়ক হবে, বিশ্বাস টেলরের

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত বল টেম্পারিং ইস্যুতে এক বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ। নিষেধাজ্ঞার সময় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছিল, ফিরলেও ভবিষ্যতে কখনই অধিনায়ক হতে পারবেন না স্মিথ। তবে খোদ সিএ পরিচালক ও সাবেক অধিনায়ক মার্ক টেলরের বিশ্বাস, যোগ্যতাবলেই ফের নেতৃত্বে ফিরবেন স্মিথ। ‘আমি এখনও ভাবি স্মিথ আবারও অধিনায়ক হতে পারবেন। দলের জন্য তিনি ভবিষ্যতে এমন কিছু অবশ্যই করে দেখাবেন যাতে আবারও তার কাঁধেই এই দায়িত্ব দিতে বোর্ড ভেবে দেখে। আমি মনে করি আবারও সে অধিনায়ক হলে আগের থেকেও ভাল করবে।’ বলেন টেলর। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এখন পর্যন্ত টিম পেইনের নামই সামনে আসছে। স্মিথ নিষিদ্ধ হওয়ার পরই পেইনকে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। তবে যদি ইংল্যান্ড সফরে পেইনকে অধিনায়ক না করা হয় সেক্ষেত্রে এগিয়ে থাকবেন এ্যারন ফিঞ্চ। যিনি এর আগেও অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি২০ দলকে নেতৃত্ব দিয়েছেন। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে সময় কাটিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ায় ফিরেছেন স্মিথ। দেশে ফিরেই জানিয়েছেন ১২ মাস পর পূর্ণ শক্তিতেই ফিরতে চান দলে। তার এই বক্তব্যকেই যেন সমর্থন দিলেন টেইলর। জানিয়ে দিলেন, নিষেধাজ্ঞা শেষে আবারও অধিনায়ক পদে ফিরতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান স্মিথ। ২০১৯ সালের বিশ্বকাপ ও এ্যাশেজের আগেই শেষ হয়ে যাবে স্মিথসহ নিষেধাজ্ঞায় থাকা ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটেরও। তবে ২০১৯ মার্চের আগে কোনভাবেই অধিনায়কত্ব পাবেন না স্মিথ। দোষী না হয়েও কেবল বিবেকের তাড়নায় কোচের দায়িত্ব ছেড়ে দেয়া ড্যারেন লেহম্যান বলেন, ‘তারা সবাই ভাল মানুষ, যুবা। এই তিনজনের কথা বিশেষ করে আমি মনে করি। তারা চমৎকার। দিনে রাতে সবসময় তাদের কথা ভাবি আমি। আমারা আশা ওরা ফিরবে এবং আবার অস্ট্রেলিয়া দলের হয়ে খেলবে। কারণ খুবই চমৎকার তিন যুবক ওরা। দায়মোচন করেছে তারা।’ অস্ট্রেলিয়ার ক্রিকেট বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে নিঃসন্দেহে ইমেজ হারিয়েছে খুব। ক্ষতি কম হয়নি। এর সঙ্গে আবার এমন তিন ক্রিকেটার যাদের দুজন দীর্ঘ পরিকল্পনার নেতৃত্বে ছিলেন তাদের নিষেধাজ্ঞা দলটিকে বিপদেই ফেলেছে। লেহম্যান চান শ্রদ্ধা ও সম্মান ফিরে আসুক অস্ট্রেলিয়ার ক্রিকেট ও ক্রিকেটারদের। ‘আমার কাছে অস্ট্রেলিয়ার ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশাকরি সবাই ফিরবে, সবার শ্রদ্ধা আদায় করে নেয়ার মতো ক্রিকেটই খেলবে এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট দল আবার উপভোগ করতে থাকবে’ বলেছেন লেহম্যান। আর নিষিদ্ধ তিন শিষ্যের কথা টেনে লেহম্যান আরও যোগ করেন, ‘আমি বড় কঠিন ৬টা সপ্তাহ পার করছি। আমি ডেভিড ওয়ার্নারের জায়গায় নিজেকে দাঁড় করিয়েছি, দাঁড় করিয়েছি ক্যামেরন ব্যানক্রফট ও স্টিভ স্মিথের জায়গায়... ওরা তো নরকে আছে, ওখানেই থাকছে, তাই নয় কী? আশাকরি সবাই ওদের ক্ষমা করবে। আমি নিশ্চিত তাই হবে। তারা অসম্ভব ভাল মানুষ। আমি প্রাণ দিয়ে ভালবাসি ওদের। ওদের সঙ্গে আমি প্রায়ই কথা বলি। তাদের কথা ভাবি বলেই ওদের সঙ্গে এই যোগাযোগটা রাখি। তারা ঠিক আছে।’ পরিবর্তে কদিন আগে নতুন কোচের দায়িত্ব নেয়া জাস্টিন ল্যাঙ্গারেরও বিশ্বাস স্মিথ-ওয়ার্নাররা ফিরে আসবে।
×