ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র ও নির্বাচন বানচালে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিএনপি ॥ ইনু

প্রকাশিত: ০৫:০০, ৭ মে ২০১৮

গণতন্ত্র ও নির্বাচন বানচালে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিএনপি ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ মে ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, রেজিস্টার্ড সার্টিফাইড সনদধারী আগুন সন্ত্রাসী ও জঙ্গীর ঘনিষ্ঠ সঙ্গী দুর্নীতির দায়ে দ-প্রাপ্ত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির শর্ত জুড়ে দিয়ে কার্যত গণতন্ত্র ও নির্বাচন বানচালের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিএনপি। সেই দ-িত ও স্বীকৃত সনদধারী আগুন সন্ত্রাসী এবং জঙ্গীর সঙ্গীর পক্ষে ওকালতি করা হলো গণতন্ত্র ও আইনের শাসনকে অস্বীকার করা। তথ্যমন্ত্রী রবিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামিরহাটে ‘কম্বাইন্ড হারভেস্টার’ আধুনিক যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন ও মাঠ দিবস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, বিএনপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শর্ত আরোপ করছে। তারা কখনও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাচ্ছে। কখনও নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনার সরকারের বদলে একটি ভূতের সরকারের দাবি উত্থাপন করছে, আবার কখনও নির্বাচন কমিশন অদল বদল করার কথা বলছেন। মন্ত্রী বলেন, আপনারা খালেদার দ- মওকুফ করার জন্য দেন দরবার করবেন না। দ- মওকুফের জন্য নির্বাচনে শর্ত জুড়ে দেবেন না। নির্বাচন কোন অপরাধীর দ- মওকুফের বিনিময় বাণিজ্য নয়। তথ্যমন্ত্রী এ সময় অপরাধী, আগুন সন্ত্রাসী ও জঙ্গীর রেজিস্টার্ড সার্টিফাইড সনদধারী জঙ্গীর সঙ্গী খালেদার দ- মওকুফের দেনদরবার না করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ইনু এর আগে মিরপুর উপজেলার বারুইপাড়ায় নবনির্মিত রাস্তা এবং পরে ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদের সভাপতিত্বে ফসল কর্তন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) নুরে আলম সিদ্দিক, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন ও জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনাসহ জেলা ও উপজেলা জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×