ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন পুতিন

প্রকাশিত: ০৪:৫৭, ৭ মে ২০১৮

চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন পুতিন

আজ ভ্লাদিমির পুতিন সোমবার চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। প্রায় দুই দশক ক্ষমতায় থাকার তিনি আবার ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হলেন। মার্চে অনুষ্ঠিত নির্বাচনে তার কোন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল না। এএফপি। ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন পুতিন। প্রশ্ন হলো এরপর কি হবে? সংবিধান সংশোধন করা ছাড়া তার পক্ষে পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নাই। এছাড়া দেশটির আইন অনুসারে পরপর দুই মেয়াদের পর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। বেঁচে থাকলে ওই সময় তার বয়স হবে ৭২। ধারণা করা হচ্ছে একজন উত্তরসূরির কাছে ক্ষমতায় বুঝিয়ে দিয়ে পুতিন ক্রেমলিন ত্যাগ করবেন। অথবা কোন রাজনৈতিক উত্তরসূরি না রেখেও তিনি এ কাজ করতে পারেন। দেশটিতে গোপনে ক্ষমতার দ্বন্দ্ব চলছে বলে জানা যায়। একদিকে রয়েছে টেকনোক্র্যাটরা, অন্যদিকে নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। রাজনৈতিক বিশ্লেষক নিকোলাই পেত্রোভ বলেন, ‘প্রত্যেকেই যার যার স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। পুতিন মার্চে মার্কিন টেলিভিশন এনবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেন, তিনি ২০০০ সাল থেকেই নিজের একজন উত্তরসূরি খুঁজছেন। তবে যতবারই ঠিক করেছে নিজের একজন উত্তরসূরি বানাবেন কাউকে শেষ পর্যন্ত মনে হয়েছে রুশ জনগণই এ বিষয়ে চূড়ান্ত নিদ্ধান্ত নেবে। পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বড় রাজনীতিক এখন দেশটিতে নেই। অনেক বিশ্লেষক মনে করেন, ছয় বছর পর পুতিন স্বাভাবিক ক্ষমতা ছেড়ে দেবেন সে সম্ভাবনা কম। ২৪ সালের পর তিনি প্রভাব বিস্তার করতে থাকবেন তবে সেটি হবে ভিন্ন উপায়ে। ২০০৮ সালে তিনি যা করেছিলেন সে পথে আবার যেতে পারেন। তিনি প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট করে নিজে এক মেয়াদের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। তবে বয়সের কারণে তিনি আগে যা করেছিলেন তা এখন করা সম্ভব নাও হতে পারে। মস্কো ভিত্তিক গবেষণা সংস্থা পলিটিক্যাল এক্সপার্ট গ্রুপের কনস্তানতিন কালাচেভ বলেন, ‘পুতিন মনে করেন তার উত্তরসূরিকে অর্থনৈতিক সংস্কারের মতো অজনপ্রিয় কাজ করতে হবে। ফলে ইতিহাসে তার জায়গা হবে না’। কালাচেভও মনে করেন পুতিনের ক্ষমতা ছাড়ার সম্ভাবনা কম।
×