ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারখানার ভেতরে পোশাক শ্রমিকের মৃত্যু ॥ বিক্ষোভ ভাংচুর, সড়ক অবরোধ

প্রকাশিত: ০৮:১২, ৬ মে ২০১৮

কারখানার ভেতরে  পোশাক শ্রমিকের  মৃত্যু ॥ বিক্ষোভ ভাংচুর, সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ মে ॥ ছুটি না দেয়ায় সহকর্মী অসুস্থ শ্রমিকের মৃত্যুর ঘটনায় সাভারের একটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাংচুর করেছেন। শনিবার বিকেলে পৌর এলাকার উলাইল বাসস্ট্যান্ডের ‘এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড’ নামক পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে কারখানার ৫ম ফ্লোরে কর্মরত সুইং অপারেটর রাশেদুল ইসলাম (২৬) অসুস্থবোধ করায় প্রডাকশন ম্যানেজার (পিএম) নুরুন্নবির কাছে ছুটি প্রার্থনা করলে তাকে সামান্য চিকিৎসা সেবা দিয়েই বিদায় করে দেয়া হয়। এর কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান রাশেদুল। পরে চিকিৎসকরা এসে অসুস্থ রাশেদুলকে মৃত বলে ঘোষণা করলে কারখানার অন্যান্য শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা কারখানার বাইরে বের হয়ে এসে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশ অবরোধ করে রাখেন। এ সময় পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পিছু হটে। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটক ভাঙ্গার চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে ফটক খুলে দেয়া হলে শ্রমিকরা ভেতরে প্রবেশ করে কর্মকর্তাদের ব্যবহৃত ৪টি প্রাইভেটকারসহ ভেতরে গ্লাস ভাংচুর করে। এ ছাড়া, ফটকের বাইরে রাখা শ্রমিক পরিবহনের কয়েকটি গাড়ির গ্লাসও ভাংচুর করা হয়। এরপর রাত ৮টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষের আলোচনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ৮ লাখ টাকা প্রদানের দাবি মেনে নিলে বিক্ষুব্ধ শ্রমিকরা রাত সাড়ে ৮টার দিকে প্রায় ৫ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় । এ ছাড়া, নিহত পোশাক শ্রমিকের দাফন সম্পন্নসহ গ্রামের বাড়ি নেয়া পর্যন্ত যাবতীয় খরচ বহন এবং দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন করা, কর্তব্যে অবহেলার দায়ে পিএম এবং মেডিক্যাল অফিসারকে বরখাস্তসহ তার নিকটআত্মীয় প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তিকে চাকরি দেয়ার আশ্বাস প্রদান করে কারখানা কর্তৃপক্ষ। নিহত রাশেদুল জ্যামবাজার গ্রামের উলিপুর থানার কুড়িগ্রামের মঞ্জুর মুন্সির ছেলে। তিনি সাভারে স্ত্রী এবং এক শিশুপুত্র নিয়ে বসবাস করতেন।
×