ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:০২, ৬ মে ২০১৮

পঞ্চম শ্রেণির পড়াশোনা

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ প্রশ্ন : ১৫। ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিস্কার প্রক্রিয়ার নাম কী? উত্তর : ছাঁকন। প্রশ্ন ১৬। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য কতক্ষন পানি ফুটাতে হবে? উত্তর : ২০ মিনিটের বেশি সময়। প্রশ্ন ১৭। আর্সেনিক কী? উত্তর : আর্সেনিক হলো এক ধরনের বিষাক্ত পদার্থ। প্রশ্ন ১৮। পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থের নাম লেখ। উত্তর : পানি বিশুদ্ধকরণের দুটি রাসায়নিক পদার্থ হলো ফিটকিরি ও ব্লিচিং পাউডার। প্রশ্ন ১৯। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে কী সৃষ্টি করে? উত্তর : মেঘ। প্রশ্ন ২০। পানি দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখ। উত্তর : পানি দূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো (১) কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে, (২) রান্না ঘরের নিষ্কাশন নালায় না ফেলে, (৩) পুকুর, নদী, হ্রদ কিংবা সমুদ্রে ময়লা আবর্জনা না ফেলে। প্রশ্ন ২১।ডায়রিয়া কোন ধরনের রোগ? উত্তর : পানিবাহিত রোগ। প্রশ্ন ২২। পানি শোধনের দুটি উপায় লেখ। উত্তর :পানি শোধনের দুটি উপায় হলো- (১)ছাঁকন ও (২) থিতানো। প্রশ্ন ২৩। পানিতে থাকা কাদা ও বালি তলানী জমানোর মাধ্যমে পানি পরিষ্কার করাকে কী বলে? উত্তর : থিতানো। প্রশ্ন ২৪। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে কিসে পরিনত হয়? উত্তর : জলীয়বাষ্পে। প্রশ্ন ২৫। তোমার এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী? উত্তর : পানি দূষণ। প্রশ্ন ২৬। পানি বিশুদ্ধিকরণ প্রক্রিয়ায় বিশুদ্ধ করা যায় না কোন পানি? উত্তর : আর্সেনিকযুক্ত পানি। প্রশ্ন ২৭। সুস্থ থাকার জন্য আমাদের কোন পানি প্রয়োজন? উত্তর : নিরাপদ পানি। প্রশ্ন ২৮। বন্যা বা জলোচ্ছাসের সময় পানি ফুটানো না গেলে কিভাবে নিরাপদ পানি পাওয়া যাবে? উত্তর : ফিটকিরি, ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এর মাধ্যমে।
×