ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:০২, ৬ মে ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] অধ্যায় : ৫ সমন্বয় ও নিঃসরণ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২৬। প্রাণিদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা কীসের কাজ? উত্তর : নিউরনের ২৭। ¯œায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর : ৩ ভাগে ২৮। ¯œায়ুতন্ত্রের ভাগগুলোর নাম লিখ। উত্তর : কেন্দ্রীয় ¯œায়ুতন্ত্র, প্রান্তীয় ¯œায়ুতন্ত্র ও স্বয়ংক্রিয় ¯œায়ুতন্ত্র। ২৯। সমগ্র ¯œায়ুতন্ত্রের চালক কে? উত্তর : মস্তিষ্ক ৩০। মানুষের মস্তিষ্ক কীসের মধ্যে সুরক্ষিত? উত্তর : করোটির ৩১। মস্তিষ্ক কোন পর্দা দ্বারা আবৃত? উত্তর : মেনিনজেস ৩২। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি ও কী কী? উত্তর : ৩টি। যথা : গুরুমস্তিষ্ক, মধ্যমস্তিষ্ক ও পশ্চাৎ বা লঘুমস্তিষ্ক ৩৩। মস্তিষ্কের প্রধান অংশের নাম কী? উত্তর : গুরুমস্তিষ্ক বা সেরিব্রাম ৩৪। সেরিব্রামে কোন কোন খন্ডে বিভক্ত? উত্তর : ডান ও বাম খন্ডে ৩৫। সেরিব্রামের ডান ও বাম খন্ডকে কী বলে? উত্তর : ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার ৩৬। মানব মস্তিষ্কে অধিকতর উন্নত ও সুগঠিত Ñ উত্তর : সেরিব্রাল হেমিস্ফিয়ার ৩৭। সেরিব্রামের দুই খন্ড কী দ্বারা সংযুক্ত? উত্তর : স্থায়ুতন্ত্র ৩৮। গুরুমস্তিষ্কের উপরিভাগ কেমন? উত্তর : ঢেউ তোলা ও ধূসর বর্ণের ৩৯। কাকে গ্রেম্যাটার বলা হয়? উত্তর : গুরুমস্তিষ্ক বা সেরিব্রামকে ৪০। গুরুমস্তিষ্ক বা সেরিব্রামকে গ্রেম্যাটার বা ধূসর পদার্থ বলা হয় কেন? উত্তর : এটি দেখতে ধূসর বর্ণের হওয়ায় ৪১। গুরুমস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র কী থাকে? উত্তর : ¯œায়ুতন্ত্র ৪২। স্থায়ুতন্ত্রের রং কী? উত্তর : সাদা ৪৩। মস্তিষ্কে ভেতরের স্তরের নাম কী? উত্তর : শে^ত পদার্থ বা হোয়াইট ম্যাটার ৪৪। সেরিব্রামের নিচের অংশের নাম লিখ। উত্তর : থ্যালামাস ও হাইপোথ্যালামাস ৪৫। গুরুমস্তিষ্ক ও পনস এর মাঝখানে কী অবস্থিত? উত্তর : মধ্যমস্তিষ্ক
×