ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক মিত্র আর নেই

প্রকাশিত: ০৮:০০, ৬ মে ২০১৮

বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক মিত্র আর নেই

উপমহাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক মিত্র মারা গেছেন। ১ মে সকালে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলে পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে অশোক মিত্র চলে আসেন কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলেও কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ভর্তি করেনি। এরপর তিনি চলে যান উত্তর প্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর হন। এরপর তিনি নেদারল্যান্ডসের ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজে অর্থনীতি নিয়ে শিক্ষকতাও করেন। ১৯৫৩ সালে ইউনিভার্সিটি অব রটারডাম থেকে পিএইচডি করেন। ১৯৬০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ইকোনমিক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে কাজ করেন। ১৯৭০ সালে অশোক মিত্র ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দেন। কাজ করেন ১৯৭২ সাল পর্যন্ত। লক্ষেèৗ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক হিসেবে দুই বছর চাকরিও করেন। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের প্রথম বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী হিসেবে যোগ দেন। একটানা ১০ বছর দায়িত্ব পালন করলেও মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে তাঁর মতদ্বৈধতা দেখা দিলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেন। ১৯৯০ সালে তিনি ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য বা সাংসদ হন। শিল্প ও বাণিজ্য বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানও হন। তিনি ভারত সরকারের কৃষিপণ্য কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। অর্থনীতিবিদ অশোক মিত্র প্রচুর লিখেছেন। প্রকাশিত হয়েছে তাঁর লেখা অর্থনীতির ওপর নানা গ্রন্থ। তিনি নিয়মিত লিখতেন কলকাতার নামী পত্রপত্রিকায়। পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। ২০০৮ সালের ১ মে অশোক মিত্রের স্ত্রী গৌরী দেবী ৭৯ বছর বয়সে মারা যান। অর্থনীতি বিষয়ের বই ছাড়াও শিল্পকলা, সাহিত্য, ভ্রমণ বিষয়ে তাঁর একাধিক বই আছে। তাঁর আত্মজীবনীমূলক বই ‘আপিলা-চাপিলা’ সুখপাঠ্য এবং পাঠক মহলে এটি ব্যাপক সাড়া জাগায়। অর্থনীতি ডেস্ক
×