ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় বৈশাখী উৎসবে ফারজানা মিতা

প্রকাশিত: ০৭:৫৩, ৬ মে ২০১৮

মালয়েশিয়ায় বৈশাখী উৎসবে ফারজানা মিতা

সংস্কৃতি ডেস্ক ॥ মালয়েশিয়ায় অনুষ্ঠিত বৈশাখী উৎসবে নান্দনিক নৃত্য পরিবেশনার মাধ্যমে প্রবাসী দর্শকদের চমকিত করলেন বাংলাদেশের নৃত্যশিল্পী ফারজানা মিতা। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এ্যাসোসিয়েশনের আমন্ত্রণে গত ২৮ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে ক্রাফট্ কালসার কমপ্লেক্সে আনুষ্ঠিত জমকালো এ অনুষ্ঠানে অংশ নেন প্রতিভাময়ী এই নৃত্যশিল্পী। প্রতি বছর মালায়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ উৎসবে বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতি উপস্থাপনের ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়। উৎসবে এ বছর বাংলাদেশ থেকে সামিনা চৌধুরী, বিপ্লব শাহা, সঞ্জু জন, শিপন মিত্র, হিমি ও ব্যান্ডদল সোলস অংশগ্রহণ করে। ফারজানা মিতা তার নৃত্য সংগঠন ‘শিল্পচক্র’-এর ব্যানারে এ উৎসবে অংশ নেন। ফারজানা মিতা ইতোমধ্যে একজন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসেবে কাজ করে সুনাম অর্জন করেছেন। পাশাপাশি যুক্ত রয়েছেন স্বপ্নদল থিয়েটারের সঙ্গে। বেশ কয়েকটি মঞ্চ নাটকের কোরিওগ্রাফি করে প্রশংসিত হয়েছেন। টিভি নাটক এবং মঞ্চ নাটকে অভিনয়েও দক্ষতার পরিচয় দিয়েছেন।
×