ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওসির বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৪৯, ৬ মে ২০১৮

ওসির বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজিবপুর উপজেলায় রাজমিস্ত্রিকে ৪ মে থাপ্পড় মারার জের ধরে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শ্রমিক সংগঠনের সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে সংগঠনের কার্যালয়ে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় অফিসার ইনচার্জ রবিউল ইসলামকে প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ভূমিহীন সংগঠনের সভাপতি আব্দুর রশিদ সরদার প্রমুখ। বিনামূল্যে চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৫ মে ॥ ঝালকাঠি প্রেসক্লাবে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ২ শতাধিক রোগী এই শিবিরে চিকিৎসা নিয়েছে এবং এদের মধ্যে ৪০ জনের সানি শনাক্ত করে তাদেরকে বিকেলে বরিশালে সানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকাল ৯ টায় চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়। এই প্রতিষ্ঠানের মেডিক্যাল অফিসার ডাঃ জান্নাতুল নাঈম মনির হোসেন চক্ষু শিবিরের আয়োজনের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। ডাঃ জান্নাতুল নাঈমের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম এই চক্ষু শিবির পরিচালনা করেছেন। সানি রোগী ব্যতীত অন্য রোগীদের চিকিৎসা চশমা ওষুধ দেয়া হয়েছে।
×