ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি কোনদিন দেশে গণহত্যা দিবস পালন করতে পারবে না ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৯, ৬ মে ২০১৮

বিএনপি কোনদিন দেশে গণহত্যা দিবস পালন করতে পারবে না ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৫ মে ॥ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি কোনদিন দেশে গণহত্যা দিবস পালন করতে পারবে না। কারণ বিএনপি নেত্রী খালেদা জিয়া ২০০২ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিশে^র ১১৪টি দেশ মিলিত হয়ে একটি সম্মেলনে বসেছিল। সেখানে একটি চুক্তি হয়েছিল ২০০২ সালের পূর্বে যে সমস্ত দেশে গণহত্যা হয়েছিল সে সব দেশে এর কোন বিচার হবে না। তাই খালেদা জিয়া আর কোনদিন বলতে পারবে না সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সাইদুল বাশার টফির সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান প্রমুখ। সান্তাহারে শিশুকে যৌন হয়রানি ॥ লম্পট গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, বগুড়া, ৫ মে ॥ আদমদীঘির শিবপুর গ্রামে ৮ বছরের এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের ঘটনায় রেজাউল (৪৫) নামের এক লম্পটকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। জানা গেছে, আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল ওহাব প্রামাণিকের মেয়ে ২য় শ্রেণীর ছাত্রীকে পাশের বাড়ির নুরুল ইসলামের লম্পট ছেলে রেজাউল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ফুসলিয়ে একটি পুকুর পাড়ের ঝোপে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন ঘটনা ঘটায়। এ সময় ওই শিশুকন্যা ভয়ে কান্নাকাটি করতে থাকলে তাকে ছেড়ে দেয়। কিন্তু ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার ভয়ভীতি দেখায়। এ ঘটনাটি ওই শিশুকন্যা তার মাকে বলে দেয়। শুক্রবার রাতে শিশুটির মা লাকী বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
×