ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডুয়েটে আন্তঃভার্সিটি ইনোভেটিভ রিসার্চ আইডিয়া প্রতিযোগিতা

প্রকাশিত: ০৭:৪৮, ৬ মে ২০১৮

ডুয়েটে আন্তঃভার্সিটি ইনোভেটিভ রিসার্চ আইডিয়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবন আরও ত্বরান্বিত করতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় ইনোভেটিভ রিসার্চ আইডিয়া প্রতিযোগিতা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার শনিবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের শহীদ আহসান উল্লাহ্ মাস্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী ২৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। ডুয়েট’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবদুস সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, নিটারের প্রিন্সিপাল অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, কটন ম্যাক্স লিমিটেডের এম ডি শামিম মাহমুদ আহমেদ, হেলিনিক গ্রুপের চীফ অপারেটিং অফিসার মফিজুল করিম, সেন্টার ফর প্রফেসনাল ডেভেলপমেন্ট (সিপিডি)-এর সিইও ইঞ্জিনিয়ার তুষার কুমার পাল প্রমুখ। প্রতিযোগিতাটি মডারেশন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হান্নান। এছাড়া ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনারে টেক্সটাইল খাতের খ্যাতনামা কর্ণধারগণ ক্যারিয়ার বিষয়ক আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী-বেসরকারী ২৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর টেক্সপ্লোসন টিম, দ্বিতীয় স্থান অধিকার করেন ডুয়েটের টেক্সস্মার্ট টিম ও তৃতীয় স্থান অধিকার করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর টুইস্ট টিম।
×