ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নান্দাইলে শিক্ষক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৭:৪৫, ৬ মে ২০১৮

নান্দাইলে শিক্ষক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৫ মে ॥ নিরাপদ সড়কের দাবিতে এবং শিক্ষক নিহত হওয়ার প্রতিবাদে নান্দাইলে শনিবার মানববন্ধন ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা সড়ক দুর্ঘটনায় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক (৪৫) নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সকাল ১০টা থেকে তাড়াইল-নান্দাইল সড়কে টায়ার জ্বালিয়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। জানা যায়, গত বৃহস্পতিবার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাইসাইকেল যোগে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে সিএনজি চালিত অটোরিক্সার চাপায় নিহত হয়। এছাড়াও সম্প্রতিকালে এই সড়কে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৫ মে ॥ হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মাহমুদা আক্তার (৮) ও কাউছার হোসেন (৯) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ওই ইউনিয়নের তারিয়ানি গ্রামের প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা ইউসুফ হোসেনের সন্তান। ওই এলাকার সাবেক ইউপি সদস্য মুরাদ হোসেন জানান, দুপুরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ছোট বোন মাহমুদা পড়ে গেলে তাকে উঠাতে গিয়ে কাউছারও পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বিকেল সোয়া ৫টায় বাড়ির পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন। নওগায় অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ মে ॥ মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনায় একটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খুঁদিয়াডাঙ্গা গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খুঁদিয়াডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে।
×