ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

প্রকাশিত: ০৭:৪৪, ৬ মে ২০১৮

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নিজস্ব সংবাদদাতা ফেনী ৫ মে ॥ ফেনী-পরশুরাম সড়কের বন্ধুয়া নামক স্থানে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা ও তার শিশু মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতরা হচ্ছে হাসিনা আক্তার (৩০) ও তার দুই বছরের মেয়ে হাফছা। নিহতদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, হাসিনা আক্তার সিএনজি অটোরিক্সায় করে তার স্বামীর বাড়ি ফুলগাজী যাচ্ছিল। বন্ধুয়া নামক স্থানে পরশুরাম থেকে ফেনীগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যায়। স্থানীয়রা নিহত ও আহতদের ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে। নিহত ও আহতরা সকলে সিএনজি অটোরিক্সার যাত্রী। ঘাতক বাসের চালক পালিয়ে গেছে। যশোরে স্কুল ছাত্র স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, মনিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রায়হান হোসেন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া আটটার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া বাজারে দুর্ঘটনাটি ঘটে। রায়হান খেদাপাড়া বাজার-সংলগ্ন বসন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে স্থানীয় পল্লীমঙ্গল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকটি আটক করে চালক আমিনুর রহমানকে বেধড়ক পিটিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ রায়হানের লাশ, ঘাতক ট্রাক ও চালক আমিনুরকে হেফাজতে নিয়েছে। পরে চালক আমিনুরকে পুলিশ পাহারায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমিনুর ঝিকরগাছার কীর্তিপুর এলাকার মুনসুর আলীর ছেলে। তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন জরুরী বিভাগে দায়িত্বরত উপ-সহকারী মেডিক্যাল অফিসার ইফতেখার রসুল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল রায়হান। খেদাপাড়া বাজারের গোবিন্দ ফার্নিচারের সামনে পৌঁছলে রাস্তার পাশে রাখা ইট-কাঠে বেধে পড়ে যায় সে। তখন বিপরীতমুখী একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় রায়হান। সিদ্ধিরগঞ্জে পথচারী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৪৫) এক পথচারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আড়াইটায়। পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দীলিপ কুমার বিশ^াস জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে ওই অজ্ঞাত ব্যক্তি মৌচাক এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় কাঁচপুরগামী অজ্ঞাতনামা একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি। শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিহত ওই ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি।
×