ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির র‌্যালি থেকে আসামি আটক নিয়ে পুলিশের ওপর হামলা

প্রকাশিত: ০৭:৪৩, ৬ মে ২০১৮

বিএনপির র‌্যালি থেকে আসামি আটক নিয়ে পুলিশের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৫ মে ॥ ভোলায় বিএনপি নেতা সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি থেকে তিনজনকে আটক করা নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে ভোলা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপির র‌্যালি থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাংচুর, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে বিএনপির পক্ষ থেকে উল্টো অভিযোগ করা হয়েছে, পুলিশ স্বপ্রণোদিত হয়ে শোক র‌্যালি থেকে তিনকর্মী কে আটকের চেষ্টা করে এবং র‌্যালির ভেতরে গাড়ি চালিয়ে দিয়ে তিনজনকে আহত করে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোলা জেলার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক ধর্মপ্রতিমন্ত্রী নাট্যকার, সাহিত্যিক মোশারেফ হোসেন শাজাহানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে শহরে এক শোক র‌্যালির আয়োজন করা হয়। ভোলা কালিনাথ রায়ের বাজার বিএনপির কার্যালয় থেকে ১২টার দিকে র‌্যালিটি বের হয়। এটি সদর রোড অতিক্রম করার সময় হঠাৎ করে র‌্যালির মাঝামাঝি শীষ মহলের সামনে পুলিশ তিনজনকে আটক করে পুলিশ ভ্যানে উঠায়। এ সময় বিএনপি কর্মীরা চারদিক ঘেরাও করে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করে। এক পর্যায় কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে তোপের মুখে পুলিশ ভ্যান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান জানান, তাদের শান্তিপূর্ণ শোক র‌্যালিতে অনেক লোক অংশ নেয়ায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে তিনজনকে আটক করে। পরে তাদেরকে ছেড়ে দেয়।
×