ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে প্রতিকারে সভা

প্রকাশিত: ০৭:৪২, ৬ মে ২০১৮

বাল্যবিয়ে প্রতিকারে সভা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাংলাদেশ বেতার ঢাকার নিয়মিত আয়োজন ‘তারুণ্যের কণ্ঠ’র বহিরাঙ্গন অনুষ্ঠানের ৩১তম পর্ব ধারণ করা হলো যশোরে। শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সম্মিলনী ইন্সটিটিউশনে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশিষ্ঠজনেরা বাল্যবিবাহের কুফল, কারণ ও এর প্রতিকারে করণীয় বিষয়ে মতামত তুলে ধরে। পরে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় এবং বিষয়ভিত্তিক নাটিকা ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠান ধারণকালে বিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। ধারণকৃত এই অনুষ্ঠান ১২ মে শনিবার রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে। জঙ্গী প্রতিরোধে শপথ নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৫ মে ॥ জঙ্গীবাদ, মাদক, বাল্যবিয়ে ও যৌন হয়রানি এর বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে প্রতিরোধের শপথ নিল পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। শনিবার সকালে স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এ সময় জঙ্গীবাদ, মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংকে লাল কার্ড দেখিয়ে শপথ নেয় হাজারও শিক্ষার্থী। সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলমের সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা সহকারী পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন (পিপিএম), প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
×