ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় অস্ত্রসহ যুবক আটক

প্রকাশিত: ০৭:৪১, ৬ মে ২০১৮

গাইবান্ধায় অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ মে ॥ গোবিন্দগঞ্জ উপজেলার মহাসড়কে কাটামোড় এলাকায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ নাবিল পরিবহনে তল্লাশি চালিয়ে ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন উদ্ধার করেছে। এ উপলক্ষে শনিবার গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক বলেন, আসন্ন সংসদ নির্বাচনে ব্যবহারের উদ্দেশ্যে বিক্রির জন্য অবৈধভাবে ভারত থেকে ওই বিদেশী পিস্তল গুলিসহ নিয়ে আসা হয়েছিল। প্রেসব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন যাবত সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারত থেকে অবৈধ অস্ত্র চোরাচালান করে আসন্ন সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। জানা গেছে, বৃহস্পতিবার দিনাজপুর জেলার বিরামপুর সীমান্ত এলাকা থেকে কতিপয় দুষ্কৃতকারী নাবিল পরিবহন ঢাকাগামী যাত্রীবাহী বাসে তা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় নাবিল পরিবহনে তল্লাশি চালিয়ে কাউসার মিয়াকে (২৫) গ্রেফতার করে। নর্দান ভার্সিটি শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্প্রতি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন (ডিবিএ) বিভাগের ফাইন্যান্স এ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থীরা একটি ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুরে অংশগ্রহণ করে। সাভারের জিরানি বাজারে অবস্থিত স্পিনিং মিলস্ অব মাইক্রো ফাইবার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাংগার টেক্স লি.-এ এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত হয়। এ সফরে শিক্ষার্থীরা পণ্য উৎপাদন, ব্র্যান্ডিং, স্টোরিং ও বিপণন বিষয়ে হাতেকলমে জ্ঞান অর্জন করে। পণ্য উৎপাদনের বিভিন্ন ধাপ তারা সচক্ষে প্রত্যক্ষ করে। সাংগার টেক্স লি.-এর কর্মকর্তাবৃন্দ এ সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেন। এমবিএ সমন্বয়ক ও সহকারী অধ্যাপক আফিয়া আক্তার, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. একরামুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ লুৎফর রহমান, বিবিএ’র সমন্বয়ক ও সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম ও সহকারী অধ্যাপক সেরেনা আক্তার এই সফরের আয়োজন করেন। -বিজ্ঞপ্তি।
×