ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রী নিয়ে উধাও স্কুল শিক্ষকের শাস্তি দাবি

প্রকাশিত: ০৭:৪০, ৬ মে ২০১৮

ছাত্রী নিয়ে উধাও স্কুল শিক্ষকের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় ছাত্রীকে নিয়ে উধায় হওয়া স্কুল শিক্ষক জাকির হোসেন জুয়েলকে স্থায়ী অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার মীরগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, অভিভাবক প্রদীপ কুমার, নবম শ্রেণীর শিক্ষার্থী শিখা খাতুন, তাহমিনা খাতুন, দশম শ্রেণীর শিক্ষার্থী জেরিনা আক্তার, সালমা খাতুন বক্তব্য রাখেন। তারা শিক্ষক জাকির হোসেন জুয়েলকে স্থায়ীভাবে স্কুল থেকে বহিষ্কার করার দাবি করেন। প্রসঙ্গত, শিক্ষক জাকির হোসেন জুয়েল চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের হাসেম মাস্টারের ছেলে। গত ৩০ এপ্রিল বাঘা উপজেলার মীরগঞ্জ মুছার ঈদগা বাজার এমএইচ বালিকা বিদ্যালয়ের এক দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। এই ঘটনা পরের দিন জানাজানি হলে এলাকার লোকজন উত্তেজিত হয়ে উঠে। তাৎক্ষণিক স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষক জাকির হোসেন জুয়েলকে সাময়িক বহিষ্কার করা হয়। হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৫ মে ॥ জেলা কারাগারের হাজতি আব্দুল হকের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি বাহুবল উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। জেলা কারাগারের সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, শ্বাসকষ্টজনিত কারণে ওই হাজতি কয়েক দিন তাদেরই ক্যাম্পাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শনিবার ভোরে তার একই সমস্যা দেখা দেয়ায় ছয়টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করে কর্তৃপক্ষ। চিকিৎসাধীন থাকাবস্থায় সকাল ৮টা ৩৭ মিনিটে হক মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে ২০১৪ সালে দায়েরকৃত একটি মামলায় আদালতের নির্দেশে আব্দুল হক ওই কারাগারে ছিলেন।
×