ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে গৃহবধূকে নির্যাতন ॥ চিকিৎসা নিতে বাধা

প্রকাশিত: ০৭:৪০, ৬ মে ২০১৮

বাউফলে গৃহবধূকে নির্যাতন ॥ চিকিৎসা নিতে বাধা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ মে ॥ বাউফলের কালিশুরী ইউনিয়নের কালিশুরী গ্রামে গৌরী রানী দাস (৩৫) নামের এক গৃহবধূকে পৈশাচিক কায়দায় নির্যাতন করেছে প্রতিপক্ষের লোকজন। এরপর তাকে কোন চিকিৎসা ছাড়াই একদিন বাড়িতে আটকে রাখা হয়। শনিবার বাউফল থানার পুলিশ খবর পেয়ে আহত ওই গৃহবধূকে উদ্ধার করে বাউফল হাসপাতালে এনে ভর্তি করে। এ ঘটনায় বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, গৌরী রানীর স্বামী অনিল মাতব্বর ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় শাহজাদা তালুকদারের কাছ থেকে জেএল ৪৩ এর ৮০৫ নং খতিয়ানের ৮০৫ নং দাগের সাড়ে ১২ শতাংশ জমি ক্রয় করে। শুক্রবার ওই জমিতে অনিল মাতব্বর মাটি কাটতে গেলে প্রতিপক্ষ কামিন উদ্দিন সিকদারের ছেলে সুলতান সিকদার, নাঈম সিকদার, ফোরকান সিকদার এবং চিত্তরঞ্জন দাসের ছেলে সজল দাস এবং নিশিকান্ত অধিকারীর ছেলে দুলাল বাধা দেয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে অনিল মাতব্বরের স্ত্রী এক সন্তানের জননী একটি বেসরকারী সংস্থায় কর্মরত গৌরী রানী এগিয়ে এসে উভয়কে নিবৃত্ত করার চেষ্টা করলে প্রতিপক্ষ তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে টানাটানি করে পরনের কাপড় ছিঁড়ে ফেলে। এরপর তার চুলের মুঠি ধরে টেনেহেঁচড়ে মাটিতে ফেলে পা দিয়ে মাড়াই করে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
×