ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে সেই প্রতারক এনজিও মালিকের ভাই ভাবি গ্রেফতার

প্রকাশিত: ০৭:৩৯, ৬ মে ২০১৮

কালকিনিতে সেই প্রতারক এনজিও মালিকের ভাই ভাবি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৫ মে ॥ গ্রাহকের প্রায় ২৫ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া কালকিনিতে ডে-নাইট পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নামের প্রতারক এনজিওর সেই মালিক মনিরুজ্জামানের ভাই-ভাবিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। শনিবার সকালে তাদের দুজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার এনায়েতনগর এলাকার দরিচর গ্রামের মনিরুজ্জামান তার নিজ এলাকায় ডে-নাইট পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি এনজিও গড়ে তোলেন। সেখানে তিনি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহক ও সদস্যদের কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নেন। এ টাকা নিয়ে মনিরুজ্জামান হঠাৎ করে কাউকে কিছু না বলে এলাকা থেকে উধাও হন। এতে করে চরম বিপাকে পড়েন ওই এনজিওর গ্রাহক ও কর্মীরা। তাকে না পেয়ে এনজিওর গ্রাহক রুমা বেগম বাদী হয়ে মনিরুজ্জামানসহ তার ভাই হুমায়ুন কবির ও ভাবি হাসিনা বেগমের বিরুদ্ধে মাদারীপুর কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় কোর্ট আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। পরে কালকিনি থানার এসআই জসিমউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে প্রতারক মনিরুজ্জামানের ভাই হুমায়ুন কবির ও ভাবি হাসিনা বেগমকে গ্রেফতার করেন।
×