ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত ঘোষিত সেই শিশুকে নিয়ে বাড়ি ফিরেছেন মা

প্রকাশিত: ০৭:৩৯, ৬ মে ২০১৮

মৃত ঘোষিত সেই শিশুকে নিয়ে বাড়ি ফিরেছেন মা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বেসরকারী একটি ক্লিনিকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল একটি শিশুকে। কিন্তু কবরস্থ করার পূর্বে গোসল করানোর সময় দেখা যায় শিশুটি ছেলে। কিন্তু মা জন্ম দিয়েছিলেন কন্যা। এ অবস্থায় ঘটনা নিয়ে পুলিশী হস্তক্ষেপে মা রোকসানা আক্তার তার জীবিত কন্যাশিশুটি ফিরে পান। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কন্যাশিশুটিকে ছাড়পত্র দিয়ে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী ও চমেকের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোকসানা আক্তার নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা। গত ১৩ এপ্রিল নিজ বাড়িতে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটি জটিল রোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের চাইল্ড কেয়ার ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। একই সময়ে অন্য পরিবারের একটি পুত্রসন্তানও ভর্তি করা হয়েছিল। ওই পুত্রসন্তানটি মারা যায়। মৃত শিশু ছেলেটিকে রোকসানার সন্তান হিসেবে স্থানান্তর করা হয়। রোকসানার পরিবার মৃত শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। দাফনের আগে গোসলের সময় দেখতে পান শিশুটি ছেলে। কিন্তু রোকসানা জন্ম দিয়েছিলেন কন্যা সন্তান। ফলে রোকসানার পরিবার আবার মৃত শিশুটি নিয়ে চট্টগ্রামে আসেন। এরপর পুলিশী হস্তক্ষেপে বেরিয়ে আসে আসল রহস্য। রোকসানার কন্যাসন্তানটি জীবিতই রয়েছে। কিন্তু তাকে অন্যজনের মৃত ছেলে সন্তানকে স্থানান্তর করা হয়েছিল। পরে ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে নিশ্চিত করে যে, মূল জীবিত কন্যাসন্তানটিই রোকসানার। এ ব্যাপারে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর কন্যাসন্তানটিকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৩ দিন চিকিৎসার জন্য শনিবার রোকসানার কাছে তার জন্ম দেয়া কন্যাটিকে সুস্থ অবস্থায় বুঝিয়ে দেয়া হয়।
×