ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোহলির ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দিল ধোনির চেন্নাই

প্রকাশিত: ০৭:৩৫, ৬ মে ২০১৮

কোহলির ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দিল ধোনির চেন্নাই

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শনিবার দিনের প্রথম ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দল জিতেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। প্রথমে প্রতিপক্ষকে ১২৭/৯-এ থামিয়ে দিয়ে বোলাররাই জয়ের ভিত গড়ে দেন। সুপার কিংসদের হয়ে অভিজ্ঞ দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ৩ ও হরভজন সিং নেন ২টি করে উইকেট। ৪ ওভারে মাত্র ১৮ রান দেন জাদেজা। এরপর আমবাতি রাইডুর ২৫ বলে ৩২, সুরেশ রায়নার ২১ বলে ২৫ ও ‘ক্যাপ্টেন কুল’ ধোনির ২৩ বলে অপরাজিত ৩১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ২ ওভার আগেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। এবি ডি ভিলিয়ার্স জ্বর কাটিয়ে দলে ফেরায় ব্যাঙ্গালুরুর ব্যাটিং নিয়ে চিন্তা কমেছিল বেশ খানিকটা; কিন্তু দলে ফিরলেও ব্যর্থ হয়েছেন প্রোটিয়া তারকা। ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি এবং অভিজ্ঞ ব্রেন্ডন ম্যাককুলামও। উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের হাফসেঞ্চুরি এবং শেষদিকে কিউই পেসার টিম সাউদির ঝড়ো ব্যাটিংয়ের ফলেই নির্ধারিত ১২৭ রানের সম্মানজনক স্কোর পায় ব্যাঙ্গালুরু। ঘরের মাঠে টসে জিতে ব্যাঙ্গালুরুকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালুরু। ওপরের সারির ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল পার্থিবই। কোহলি ৮, ম্যাককুলাম ৫ এবং ডি ভিলিয়ার্স করেন ১ রান। ক্যারিয়ারের ২১তম টি২০ ফিফটিতে ৫৩ রান করেন পার্থিব। ৫ চার এবং ২ ছক্কার মারে সাজানো ইনিংসে ৪১টি বল খেলেন তিনি। শেষদিকে ব্যাট হাতে আইপিএলে নিজের সেরা ইনিংসটি খেলেন টিম সাউদি। তার ঝড়ো ব্যাটিংয়েই মূলত ১০০ ছাড়ায় ব্যাঙ্গালুরুর ইনিংস। ২ চার এবং ১ ছক্কায় ২৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন মূলত বোলিংই যার প্রথম কাজ সেই সাউদি। নইলে হারের আগেই আরও বড় লজ্জায় পড়তে হতো কোহলিদের। আইপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট চেন্নাই ১০ ৭ ৩ ০ ১৪ ০.৪২১ হায়দরাবাদ ৮ ৬ ২ ০ ১২ ০.৫১৪ কলকাতা ৯ ৫ ৪ ০ ১০ ০.২৪০ পাঞ্জাব ৮ ৫ ৩ ০ ১০ ০.১৩০ মুম্বাই ৯ ৩ ৬ ০ ৬ ০.০০৫ ব্যাঙ্গালুরু ৯ ৩ ৬ ০ ৬ -০.৩৭৬ দিল্লী ৯ ৩ ৬ ০ ৬ -০.৪৫০ রাজস্থান ৮ ৩ ৫ ০ ৬ -০.৭২৬ * শনিবার দিল্লী-হায়দরাবাদ ম্যাচের আগ পর্যন্ত
×