ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০তে রোহিতের ৩০০ ছক্কা

প্রকাশিত: ০৭:৩৪, ৬ মে ২০১৮

টি২০তে রোহিতের ৩০০ ছক্কা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবারের আসরটা ভাল যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। বেশিরভাগ ম্যাচেই দলটি তীরে এসে তরী ডুবিয়েছে। ৪টি ম্যাচ তারা হেরেছিল শেষ ওভারে এসে। প্রথম ৮ ম্যাচে জয় ছিল মাত্র দুটি। খাদের কিনারায় দাঁড়িয়ে থেকে নবম ম্যাচে তারা জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। আর শুক্রবারের এই ম্যাচেই মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা গড়েছেন ছক্কার রেকর্ড। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি সবধরনের টি২০ মিলিয়ে ৩০০টি ছক্কা মেরেছেন। পাঞ্জাবের দেয়া ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ২১ বলে ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রোহিত। এদিন ১৫ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন এই অধিনায়ক। মেরেছেন দুটি ছক্কা। দুটিই আফগান স্পিনার মুজিব-উর রহমানের করা ইনিংসের ১৭তম ওভারে। প্রথম বলেই ছয় মেরে পূর্ণ করেন নিজের ৩০০ ছক্কার মাইলস্টোন। ওভারের শেষ বলে আবার ছক্ক হাঁকান রোহিত। তাই বর্তমানে তার ছয়ের সংখ্যা ৩০১টি। আন্তর্জাতিক টি২০তে তার ছক্কা ৭৮টি, আইপিএলে ১৮৩টি। বাকিগুলো সৈয়দ মুশতাক আলি ট্রফি, চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি এসব টুর্নামেন্ট মিলিয়ে। টি২০তে ছক্কার বিশ্ব রেকর্ড মোটামুটিভাবে সব ক্রিস গেইলেরই দখলে। এই ফরমেটে সর্বোচ্চ ৮৪৪টি ছক্কা ক্যারিবিয়ান ব্যাটিং দানবের। তার পরেই আছেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কাইরন পোলার্ড (৫২৫), ব্রেন্ডন ম্যাককুলাম (৪৪৫), ডোয়াইন স্মিথ (৩৬৭), শেন ওয়াটসন (৩৫৭), ডেভিড ওয়ার্নার (৩১৯) ও রোহিতের (৩০১)। শূটিং ফেডারেশনের বার্ষিক সভা স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শূটিং কমপেক্স, গুলশান-১ ঢাকায় অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন ক্লাব ও সংস্থার ৪৫ কাউন্সিলর/প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী। সাধারণ সভায় কার্যসূচীর মধ্যে মহাসচিবের বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষের রিপোর্ট এবং বাজেট উপস্থাপন ও অনুমোদন ছিল গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব ও শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ২০১৭ এবং ক্লাব গ্রেডেশন শীর্ষ স্থান অর্জনকারীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
×