ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় স্কুল ফুটবলে অংশ নিচ্ছে ৪৭ দল

প্রকাশিত: ০৭:৩৪, ৬ মে ২০১৮

জাতীয় স্কুল ফুটবলে অংশ নিচ্ছে ৪৭ দল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০১৭-১৮’র খেলা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় দেশের সব জেলার স্কুলসমূহের অংশগ্রহণে দেশের ৭টি ভেন্যুতে আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে শনিবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে গুডলাক স্টেশনারীর ব্র্যান্ড ম্যানেজার আহসানুজ্জামান খান। প্রেসমিটে সাংবাদিকদের কাছে সরবরাহকৃত প্রেস রিলিজে দেখা যায়, এই আসরে সারাদেশ থেকে অংশ নিচ্ছে মাত্র ৪৭ স্কুল। অথচ গত ১২ এপ্রিল অনুষ্ঠিত আগের প্রেসমিটে বাফুফে জানিয়েছিল এই আসরে আপাতত অংশ নেবে ৫৬ স্কুল, পরে দল আরও বাড়তে পারে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটিই। অথচ দেশের মৃতপ্রায় ফুটবলকে আবারও বাঁচিয়ে তুলতে অঙ্গীকার করেছিল বাফুফে। সেই অঙ্গীকার পূরণে তারা যে কতটা সফল, সেটা তো দিবালোকের মতো স্পষ্ট। অথচ ছয় বছর ঘুমিয়ে থাকার পর আবারও এই টুর্নামেন্টটি আয়োজনে তোড়জোড় শুরু করেছিল বাফুফে। প্রশ্ন হচ্ছেÑ এই টুর্নামেন্ট আয়োজনে ফিফার কাছ থেকে বাফুফে অনুদান পাচ্ছে ৯০ লাখ টাকা। দেশীয় পৃষ্ঠপোষক থেকে তারা পাচ্ছে আরও ৬০ লাখ টাকা। অথচ সব জেলা থেকে ১টি করে স্কুল অংশ নিলেও তো ৬৪ স্কুলের খেলার কথা, সেখানে ৪৭ স্কুল কেন? তাহলে এত টাকা ব্যয়ে এত কম সংখ্যক স্কুলের অংশগ্রহণের যৌক্তিকতা কোথায়? তাছাড়া বাকি টাকা কী করছে বা করবে বাফুফে?
×