ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি শুরু আজ

সাফল্য ধরে রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৭, ৬ মে ২০১৮

সাফল্য ধরে রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের টার্ফে আজ রবিবার থেকে শুরু হচ্ছে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। গত ২০১৭ আসরে পাঁচ দলগত ইভেন্ট এবং মেয়েদের রিকার্ভ এককে হীরা মনির স্বর্ণপ্রাপ্তিসহ মোট ছয়টি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কাজেই এবারও গতবারের সাফল্য ধরে রাখতে চায় স্বাগতিকরা। এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ এসএম আলগানাস, চ্যাম্পিয়নশিপের টেকনিক্যাল অফিসিয়াল মিসরের আশরাফ সায়েদ আব্দেললাতিফ দাহরাফ, টেকনিক্যাল ডেলিগেট ইরাকের সাদ আহমেদ আল মাসহাদানী, বাংলাদেশ আরচারী ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মইনুল ইসলাম, ওএসপি, বিজিবিএম, এডব্লিউসি, পিএসসি (অবঃ), সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ চপল, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা এবং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশের টিম কন্টিনজেন্ট। আজ রবিবার বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের মহাসচিব এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সংবাদ সম্মেলনে আরচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ চপল জানান, ১৮ দেশের ৭৪ তীরন্দাজ এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। তিনি আরও জানান, ‘এটা ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের অধীনে হওয়া একটা টুর্নামেন্ট। এবার অংশ নেয়া ১৮ দেশের মধ্যে ১৭টিই মুসলিম প্রধান দেশ। তবে বিশ্বের একমাত্র স্বীকৃত হিন্দুপ্রধান দেশ নেপালকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তারাও সাড়া দিয়েছে। আসলে আইএসএসএফ চাইছে সবদেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে।’ গতবার ঢাকায় যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, সেটা র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ছিল না। অনেক ইকুইপমেন্ট ধার করে এনেছিল বাংলাদেশ আরচারী ফেডারেশন। এবার সেটা তারা কিস্তিতে কিনে নিয়ে এসেছে। সব ইকুইপমেন্ট থাকায় এবার এটা র‌্যাঙ্কিং টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে। ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন আগামী ৫ বছর পর্যন্ত বাংলাদেশেই প্রতিযোগিতাটি আয়োজনের জন্য অনুমতি দিয়েছে বলেও জানান চপল। এদিকে বাংলাদেশ দলের তারকা আরচার রোমান সানা জনকণ্ঠকে জানান, গতবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে স্বর্ণপ্রাপ্তির ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চান তিনি। তিনি আরও বলেন, ‘গতবার আমরা সবমিলিয়ে ছয়টি স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও একই লক্ষ্য আমাদের। নতুন জার্মান কোচের অধীনে প্রস্তুতিও ভাল হয়েছে। সবাই ভাল অবস্থায় আছে। আশাকরি গতবারের মতো এবারও আমরা দেশকে সাফল্য এনে দিতে পারব।’ আন্তর্জাতিক আরচারীতে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৬টি সোনা জেতা রোমান আরও বলেন, ‘টঙ্গীতে আমরা উন্মুক্ত মাঠে আরচারী অনুশীলন করলেও এখন খেলতে হবে হকি স্টেডিয়ামে উঁচু গ্যালারি-আবদ্ধ পরিবেশে। ফলে আবহাওয়া-পরিবেশেরে সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হতে পারে। তাছাড়া ঝড়-বৃষ্টি-বজ্রপাত হলে এমন পরিবেশে মাথা ঠা-া রেখে খেলা একটু সমস্যা। বিশেষ করে বজ্রপাত নিয়ে দলের নারী আরচাররা বেশি শঙ্কিত। এখন দেখা যাক, কি হয়।’
×