ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় লিচুর ফলন কম ॥ বাজারে দেশী জাতের লিচু

প্রকাশিত: ০৬:৪৮, ৬ মে ২০১৮

মাগুরায় লিচুর ফলন কম ॥ বাজারে দেশী জাতের লিচু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় লিচুর ফলন কম হয়েছে। বাজারে এসেছে দেশী জাতের লিচু। অন্য বছর ২০ কোটি টাকার লিচু উৎপন্ন হলেও এবার তার সিকি পরিমাণ লিচু হয়েছে । ফলে চাষীরা লিচু বিক্রি করে লাভবান হতে পারছে না। জানা গেছে, জেলার হাজরাপুর, ইছাখাদা, রাউতড়া, খালিমপুর, হাজীপুর, রাঘবদাইড়, নড়িহাটি, শীবরামপুরসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভিত্তিতে লিচুর চাষ হয়েছে। গড়ে উঠেছে বাগান। এ সমস্ত এলাকায় তিন হাজারেও বেশি বাগান রয়েছে। দেশী জাতের পাশাাশি বোম্বাই ও চায়নাÑ৩ জাতের লিচুর বাগান গড়ে উঠেছে। মাগুরা সদর উপজেলার হাজরাপুর, হাজীপুর ও রাঘবদাইড় ইউপিতে ৫৮০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। বাগান গড়ে উঠেছে ২১০০টি। ছাড়া অন্য ইউপিতে আরও কয়েক হাজার বাগার রয়েছে। গাছ রয়েছে লক্ষাধিক। এ বছর লিচুর ফলন কম হয়েছে। অন্য বছর ২০ কোটি টাকার লিচু উৎপন্ন হলেও এবার তার সিকি পরিমাণ লিচু হয়েছে। ফলে চাষীরা লিচু বিক্রি করে লাভবান হতে পারছে না। সাজ্জাদুর রহমান প্রাইম ইন্স্যুরেন্স অডিট কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন এজেডএম সাজ্জাদুর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি জ্বালানি পর্যবেক্ষণ ও সংরক্ষণ কেন্দ্রের পরিচালক এবং জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের খ-কালীন বহিরাগত পরীক্ষক এবং কনফিডেন্স সিমেন্ট লিঃ-এর স্বাধীন পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। -বিজ্ঞপ্তি
×