ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:৪৪, ৬ মে ২০১৮

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৫৭.৪২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সার্বিক লেনদেন কমলেও ডিএসইর গড় লেনদেন কিছুটা বেড়েছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ১ হাজার ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৫০৬ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ১ হাজার ৪৪০ কোটি টাকা বা ৫৭.৪২ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ৩৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৪ দশমিক ৭৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৮৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৯৮ শতাংশ বা ১১৫.১১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ২ শতাংশ বা ৪৩ দশমিক ৫০ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৮৬ শতাংশ বা ২৪.৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টি কোম্পানির। আর দর কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, নাভানা সিএনজি, বিবিএস কেবল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন ও ইবনে সিনা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : কুইন সাউথ টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এডভেন্ট ফার্মা, প্রাইম টেক্সটাইল, নাভানা সিএনজি, রহিম টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : নাভানা সিএনজি, ব্যাংক এশিয়া, সোনারগাঁও টেক্সটাইল, লিব্রা ইনফিউশন, প্রিমিয়ার লিজিং, আরামিট সিমেন্ট, তসরিফা ইন্ডাস্ট্রিজ, বিবিএস কেবল, ঝিল বাংলা সুগার ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
×