ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বহুজাতিক কোম্পানির মুনাফা ও লভ্যাংশ প্রদানে রেকর্ড প্রবৃদ্ধি

প্রকাশিত: ০৬:৪৩, ৬ মে ২০১৮

বহুজাতিক কোম্পানির মুনাফা ও লভ্যাংশ প্রদানে রেকর্ড প্রবৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ বহুজাতিক কোম্পানির আয় ও লভ্যাংশ। আর আয় ও লভ্যাংশ উর্ধগতির সুবাধে কোম্পানিগুলোর শেয়ারদরও রেকর্ড মাত্রা অতিক্রম করেছে। কোম্পানিগুলো হলোÑ বিএটিবিসি, বাটা, গ্লাক্সো, গ্রামীণফোন, লিনডে, ম্যারিকো, রেকিট বেনকিজার ও বার্জার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিগুলোর প্রোপাইল থেকে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, শেয়ারবাজারে বর্তমানে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানির সংখ্যা ১১টি। এর মধ্যে হাইডেলবার্গ সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ ও লাফার্জ-হোলসিম সিমেন্ট বাদে বাকি ৮টি কোম্পানিই সমাপ্ত অর্থবছরে ঘোষিত মুনাফা ও লভ্যাংশে রেকর্ড করেছে। এদিকে রেকর্ড উচ্চতায় আয় ও লভ্যাংশ পৌঁছার সুবাদে কোম্পানিগুলোর শেয়ারদরও রেকর্ড উচ্চতা অতিক্রম করেছে। উল্লেখ্য, আলোচ্য কোম্পানিগুলো প্রতিবছর শেয়ারহোল্ডারদের জন্য কেবল নগদ লভ্যাংশই ঘোষণা করছে। এ কারণে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধনের কোন পরিবর্তন হচ্ছে না। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) ॥ সমাপ্ত অর্থবছরে বিএটিবিসি শেয়ার প্রতি আয় করেছে ১৩০.৫০ টাকা এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ৬০০ শতাংশ। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটি কোম্পানিটির সর্বোচ্চ আয়। তবে লভ্যাংশের দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৩ সালে কোম্পানিটি ৬২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। আগের অর্থবছরে (২০১৬ সালে) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১২৬.৩৭ টাকা এবং লভ্যাংশ ছিল ৬০০ শতাংশ। সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ সমপরিমাণ থাকলেও আয় বৃদ্ধি পেয়েছে ৩.২৬ শতাংশ। বাটা সু কোম্পানি লিমিটেড ॥ সমাপ্ত ২০১৭ অর্থবছরে বাটা সু শেয়ার প্রতি আয় করেছে ৮২.৩৪ টাকা এবং লভ্যাংশ ঘোষণা করেছে ৩৩৫ শতাংশ। এটি কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ আয় ও লভ্যাংশ। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭৬.২৪ টাকা এবং লভ্যাংশ ছিল ৩৩০ শতাংশ। সমাপ্ত অর্থবছরে আয় ও লভ্যাংশে প্রবৃদ্ধি এসেছে যথাক্রমে ৮ শতাংশ ও ১.৫১ শতাংশ। বার্জার পেইন্টস লিমিটেড ॥ সমাপ্ত ২০১৭ অর্থবছরে বার্জার শেয়ার প্রতি আয় করেছে ১০৯ টাকা এবং লভ্যাংশ ঘোষণা করেছে ৬০০ শতাংশ। এটি কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর রেকর্ড সর্বোচ্চ আয় ও রেকর্ড সর্বোচ্চ লভ্যাংশ। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬৪.৩৭ টাকা এবং লভ্যাংশ ছিল ৩৭০ শতাংশ। সমাপ্ত অর্থবছরে আয় ও লভ্যাংশে প্রবৃদ্ধি এসেছে যথাক্রমে ৬৯.৩৩ শতাংশ ও ৬২.১৬ শতাংশ। গ্লাক্সো বাংলাদেশ লিমিটেড ॥ সমাপ্ত ২০১৭ অর্থবছরে গ্লাক্সো শেয়ারপ্রতি আয় করেছে ৫৫.৫৬ টাকা এবং লভ্যাংশ ঘোষণা করেছে ৫৫০ শতাংশ। এটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর কোম্পানিটির তৃতীয় সর্বোচ্চ আয় এবং সর্বোচ্চ লভ্যাংশ। এর আগে ২০১৪ ও ২০১৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল যথাক্রমে ৬৮.৬৩ টাকা এবং ৬৮.৯৯ টাকা। এদিকে ২০১৫ সালেও কোম্পানিটি ৫৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৫৩.৫১ টাকা এবং লভ্যাংশ ছিল ৫০০ শতাংশ। সমাপ্ত অর্থবছরে আয় ও লভ্যাংশে প্রবৃদ্ধি এসেছে যথাক্রমে ৩.৮৩ শতাংশ ও ১০ শতাংশ। গ্রামীণফোন লিমিটেড ॥ সমাপ্ত ২০১৭ অর্থবছরে গ্রামীণফোন শেয়ার প্রতি আয় করেছে ২০.৩১ টাকা এবং লভ্যাংশ ঘোষণা করেছে ৫৫০ শতাংশ। এটি কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ আয় ও সর্বোচ্চ লভ্যাংশ। আগের বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ১৬.৬৮ টাকা এবং লভ্যাংশ দিয়েছিল ৫০০ শতাংশ। সমাপ্ত অর্থবছরে আয় ও লভ্যাংশে প্রবৃদ্ধি এসেছে যথাক্রমে ২১.৭৬ শতাংশ ও ১০ শতাংশ। লিনডে বাংলাদেশ লিমিটেড ॥ সমাপ্ত ২০১৭ অর্থবছরে লিনডে শেয়ার প্রতি আয় করেছে ৬২.৬০ টাকা এবং লভ্যাংশ ঘোষণা করেছে ৩৪০ শতাংশ। এটি কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ আয় ও সর্বোচ্চ লভ্যাংশ। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৫৭.৯০ টাকা এবং লভ্যাংশ ছিল ৩১০ শতাংশ। সমাপ্ত অর্থবছরে আয় ও লভ্যাংশে প্রবৃদ্ধি এসেছে যথাক্রমে ৮.১১ শতাংশ ও ১০ শতাংশ। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ॥ সমাপ্ত অর্থবছরে ম্যারিকো শেয়ার প্রতি আয় করেছে ৫২.১৫ টাকা এবং লভ্যাংশ ঘোষণা করেছে ৬০০ শতাংশ। এটি কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ আয়। তবে লভ্যাংশের দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে কোম্পানিটি ৯০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪৫.৭২ টাকা এবং লভ্যাংশ ছিল ৫০০ শতাংশ। সমাপ্ত অর্থবছরে আয় ও লভ্যাংশে প্রবৃদ্ধি এসেছে যথাক্রমে ১৪.০৬ শতাংশ ও ২০ শতাংশ। রেকিট বেনকিজার ॥ কোম্পানিটি সমাপ্ত ২০১৭ অর্থবছরে শেয়ার প্রতি আয় করেছে ৮০.৬৩ টাকা এবং লভ্যাংশ ঘোষণা করেছে ৭৯০ শতাংশ। এটি কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ আয় ও সর্বোচ্চ লভ্যাংশ। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬২.৬৬ টাকা এবং লভ্যাংশ ছিল ৭৭৫ শতাংশ। ওই বছরের আয় ও লভ্যাংশ ছিল এর আগে সর্বোচ্চ। বিদায়ী অর্থবছরে আয় ও লভ্যাংশে প্রবৃদ্ধি এসেছে যথাক্রমে ২৮.৬৭ শতাংশ ও ১.৯৩ শতাংশ।
×