ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘টাইম জোন’ পাল্টাল উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৬:৪১, ৬ মে ২০১৮

‘টাইম জোন’ পাল্টাল উত্তর কোরিয়া

গত সপ্তাহে দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে ঐতিহাসিক বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলিয়ে নিতে উত্তর কোরিয়া তাদের ‘টাইম জোন’ পাল্টিয়ে নিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর খবরে বলা হয়েছে। শনিবার ঘড়ির কাঁটা ৩০ মিনিট এগিয়ে নেয় উত্তর কোরিয়া। দুই কোরিয়া আবার ‘এক হয়ে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রথম পদক্ষেপ হিসেবে এটা করা হয়েছে। খবর বিবিসির। প্রায় সাড়ে ছয় দশক ধরে বৈরিতার মধ্য দিয়ে আসা দুই কোরিয়ার সম্পর্কের বরফ গলা শুরু হয়েছে গত সপ্তাহে অনুষ্ঠিত উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে। কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন এই দুই নেতা। এরপর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সময় মিলিয়ে নেয়ার এই সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়া। বর্তমানে পিয়ংইয়ংয়ের সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের চেয়ে আধা ঘণ্টা পেছানো। দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পানমুনজমে দুই দেশের ঘড়ি পাশাপাশি থেকে আলাদা এই সময় দেখায়। ওই জায়গায়ই বৈঠক করেছিলেন কিম ও মুন। দক্ষিণ কোরিয়া (জিএমটি থেকে ৯ ঘণ্টা আগানো) ৫০’র দশকে জাপানের সময় থেকে বের হয়ে গেলেও ৬০’র দশকে আবার ওই সময়ে ফিরে যায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের একটি তারিখ ঠিক করেছেন। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘বৈঠকের তারিখ ও স্থান ঠিক করা হয়ে গেছে। বিষয়টি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ তিনি আরও জানান, বৈঠক থেকে তিনি অনেক কিছু আশা করছেন। সম্প্রতি উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠকের অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে আগামী ২২ মে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প উত্তরের নেতার সঙ্গে বৈঠকের তারিখ ও স্থান বিষয়ে কিছু জানাননি। ধারণা করা হচ্ছে, চলতি মাসে বা জুনের প্রথম সপ্তাহের দিকে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
×