ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জীবন রক্ষা করল স্মার্টওয়াচ

প্রকাশিত: ০৬:০৭, ৬ মে ২০১৮

জীবন রক্ষা করল স্মার্টওয়াচ

ওয়্যারেবল টেকনোলজি বা পরিধানযোগ্য প্রযুক্তির ক্ষেত্রে, স্মার্ট হাতঘড়ি বা স্মার্টওয়াচ বেশ জনপ্রিয়। কারণ এর মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য নিরীক্ষণ করতে সক্ষম হচ্ছি। যেমন স্মার্টওয়াচের অন্যতম একটি সুবিধা হচ্ছে, এটি হার্টবিট রেট প্রদর্শন করে। সম্প্রতি ১৮ বছর বয়সী এক তরুণীর স্মার্টওয়াচ তার হার্টবিট রেটকে জরুরী মেডিক্যাল চিকিৎসার উপযোগী হিসেবে প্রদর্শন করায়, ওই তরুণীর ডায়াগনোসিসের পর নীরবে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সমস্যাটি ধরা পড়ে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লিথিয়া শহরে নিজ এলাকার চার্চে গত ২৫ এপ্রিল বসে ছিলেন ডিয়েনা। এমন সময় তিনি দেখেন তার হাতে থাকা স্মার্ট হাতঘড়িটি (এ্যাপল ওয়াচ) ‘জরুরী মেডিক্যাল সেবা’ নেয়ার জন্য তাকে পরামর্শ দিতে শুরু করেছে, কারণ তার হার্টবিট রেট ছিল অস্বাভাবিক। স্বাভাবিক হার্টবিট প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ হয়ে থাকে। ডিয়ানার হার্টবিট রেট প্রতি মিনিটে ছিল ১৬০ এবং শেষ পর্যন্ত তা ১৯০ তে পৌঁছায়। তার মা স্ট্যাসি পেশায় নার্স, তৎক্ষণাৎ তিনি মেয়ের পালস চেক করে দেখেন এবং বুঝতে পারেন, ঘড়ি সঠিক তথ্যই প্রদর্শন করছে। চার্চ থেকে ১০ মাইল দূরে হাসপাতালে ডিয়ানাকে নিয়ে যান তিনি। টাম্পা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা রক্ত পরীক্ষার পর দ্রুত বুঝতে পারেন যে, ডিয়ানার কিডনি অকেজো। তার কিডনি মাত্র ২০ শতাংশ কাজ করছিল এবং তার দীর্ঘস্থায়ী কিডনি রোগ ধরা পড়ে। এ ঘটনা ছিল ২০ বছর বয়সী এই যুবতীর জন্য খুবই হতাশার, কারণ তিনি জিমন্যাস্টিক এবং চিয়ারলিডার, যা সুস্বাস্থ্যের প্রতিচ্ছবি হিসেবেই পরিচিত। কিডনি সমস্যার কোন লক্ষণই তার মধ্যে কখনও প্রতিফলিত হয়নি। ডিয়ানা বলেন, ‘একমাত্র যে উপসর্গটি ছিল তা হচ্ছে আমি বেশিক্ষণ হাঁটার পর যখন দাঁড়াতাম বা বসতাম তখন শ্বাস নিতে সমস্যা হতো। তাই এটা বেশি অস্বাভাবিক কিছু মনে হয়নি।’ -ডেইল মেইল
×