ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতারণা করে সেরা

প্রকাশিত: ০৬:০৭, ৬ মে ২০১৮

প্রতারণা করে সেরা

বিজ্ঞানের জনপ্রিয় একটি শাখা হচ্ছে, ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণীর জীবন। এ জন্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিও বেশ জনপ্রিয়। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফটোগ্রাফি প্রতিযোগিতার একটি হচ্ছে, লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম আয়োজিত ‘ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার।’ বিখ্যাত একজন ফটোগ্রাফার সম্প্রতি এ প্রতিযোগিতায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। প্রতারণামূলক ফটোগ্রাফির অভিযোগে ফটোগ্রাফার মার্সিও ক্যাব্রালকে অযোগ্য ঘোষণা করেছেন বিচারকরা। মার্সিও ক্যাব্রালের তোলা ‘দ্য নাইট রাইডার’ শিরোনামের আলোকচিত্র ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় ‘এ্যানিমেলস ইন দেয়ার এনভায়রনমেন্ট’ ক্যাটাগরিতে সেরা আলোকচিত্রের পুরস্কার জিতে নেয়। পুরস্কারজয়ী ওই আলোকচিত্রের দৃশ্যটি হচ্ছেÑ তারা ভরা আকাশের নিচে একটি এ্যান্টিয়েটার। কিন্তু সম্প্রতি নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে যোগাযোগ করে দাবি করেন যে, ‘দ্য নাইট রাইডার’ বন্য এ্যান্টিয়েটারের আলোকচিত্র নয় বরং ন্যাশনাল পার্কের একটি এ্যান্টিয়েটারের আলোকচিত্র। প্রমাণ হিসেবে ব্রাজিলের ইমাস ন্যাশনাল পার্কের এ্যান্টিয়েটারের একটি আলোকচিত্র পেশ করা হয়। অর্থাৎ খ্যাতনামা ফটোগ্রাফার মার্সিও ক্যাব্রাল ব্রাজিলের ইমাস ন্যাশনাল পার্কের একটি এ্যান্টিয়েটারের আলোকচিত্র তুলেছিলেন এবং সেই আলোকচিত্রটিকে কম্পিউটারের গ্রাফিক্সের মাধ্যমে তারা ভরা আকাশের নিচে এ্যান্টিয়েটার হিসেবে সাজিয়ে পেশ করেছিলেন। ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের একজন মুখপাত্র বলেন, ‘পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর, দ্য নাইট রাইডার আলোকচিত্রটির বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। প্রকৃতির সত্যের ক্ষেত্রে কারসাজি করে আলোকচিত্রটি প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছে।’ তদন্তে ক্যাব্রাল পূর্ণ সহযোগিতা করলেও তার ছবিটি আসল বলে দাবি করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার ক্যামেরাবন্দী রাতের আকাশের মূল ছবিটিতে এ্যান্টিয়েটার দেখা যায়নি। দ্য নাইট রাইডার আলোকচিত্রটি ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের প্রদর্শনী কেন্দ্র, ওয়েবসাইট এবং ওয়ার্ল্ড ট্যুর থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং দ্বিতীয়বার এ প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে ক্যাব্রেলকে নিষিদ্ধ করা হয়েছে। -মিরর
×