ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুত খাতে দক্ষ জনবল সৃষ্টির উদ্যোগ

প্রকাশিত: ০৬:০৬, ৬ মে ২০১৮

বিদ্যুত খাতে দক্ষ জনবল সৃষ্টির উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত খাতে দক্ষ জনবল সৃষ্টির প্রয়াস নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই)। শনিবার থেকে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন, নীরিক্ষণ এবং দেখভাল সংক্রান্ত দশ দিনের প্রশিক্ষণের মাধ্যমে বিপিএমআই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বিদ্যুত খাত ক্রমেই সম্প্রসারিত হওয়ায় সরকার এ খাতের দক্ষ জনবল সঙ্কটের বিষয়টি অনুধাবন করে। ক্রমান্বয়ে জনবলকে দক্ষ করে তুলতে বিপিএমআই গঠন করে সরকার। ঢাকার অদূরে কেরানীগঞ্জে ২৫ একর জমির ওপর বিপিএমআই স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে। সম্পূর্ণ আবাসিক এই ক্যাম্পাসে কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিদ্যুত খাত পরিচালনায় দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। বিদ্যুত বিভাগ সূত্র বলছে দেশের বিদ্যুত কেন্দ্রগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের জন্য দক্ষ জনবল প্রয়োজন। কিন্তু এসব কাজের জন্য যথেষ্ট দক্ষ জনবলের অভাব রয়েছে। এ পরিস্থিতিতে নতুন বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হলে পুরাতন কেন্দ্রের লোকবল এনে নতুন কেন্দ্র চালানো হতো। এক্ষেত্রে দুই কেন্দ্রেই দক্ষ জনবলের অভাব দেখা যেত। পিডিবির ঘোড়াশাল, আশুগঞ্জসহ দেশের সব বিদ্যুত কেন্দ্রেই জনবলের তীব্র সঙ্কট চলছে। বেসরকারী খাতও অনেক ক্ষেত্রে দেশের বাইরে থেকে জনবল এনে কার্যক্রম পরিচালনা করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাবলিলভাবে দ্রুত সেবা দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স কিভাবে আরও বেশি বিদ্যুত ও জ্বালানি খাতে কাজে লাগানো যায় তা নিয়ে গবেষণা এখন সময়ের দাবি। দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মী ছাড়া কোন প্রতিষ্ঠানই উন্নতি করতে পারে না। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয় আইআইটি, এআইটি বা এমআইটি এর মতো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গঠন করা হয়েছে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে ২৫ একর জমি নিয়ে সম্পূর্ণ আবাসিক এ প্রতিষ্ঠান গড়া হচ্ছে। বিদ্যুত ও জ্বালানি বিভাগের আওতাধীন দফতর-অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা যাতে খোলা মন নিয়ে জনকল্যাণে চিন্তা-ভাবনা করতে পারে, সেভাবেই গড়ে তোলা হবে। প্রথম ব্যচে ৩৫ জন কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুত বিভাগের সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-এর রেক্টর ও অতিরিক্ত সচিব মোঃ মাহবুব-উল-আলম, পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।
×