ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের থানা ও ওয়ার্ডে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় অপশক্তিকে রুখতে হবে ॥ কাদের

প্রকাশিত: ০৬:০৪, ৬ মে ২০১৮

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় অপশক্তিকে রুখতে হবে ॥ কাদের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নগরীর পনেরো থানা ও ওয়ার্ডে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে এক মাসের সময় দিয়ে নির্দেশনা প্রদান করেছেন। বলেছেন, আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সংগঠনের তৃণমূল পর্যায়কে শক্তিশালী ও গতিশীল করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা এবং সন্ত্রাস, জঙ্গীবাদী, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখতে হবে। মন্ত্রী নগর কমিটির নেতৃবৃন্দকে উদ্দেশ করে বলেন, প্রতিটি ওয়ার্ডে দুটি করে কমিটি কেন? পনেরো থানায় পূর্ণাঙ্গ কমিটি কেন নেই। ভেতরের সমস্যা মিটিয়ে ফেলুন। এজন্য একমাস সময় দিলাম। উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, সকলকে টিমওয়ার্ক করতে হবে। একযোগে কাজ করতে হবে। এত গ্রুপিং কেন? এই গ্রুপ, সেই গ্রুপ, ঘরের ভেতর ঘর, মশারির মধ্যে মশারিÑএগুলো পরিহার করতে হবে। দলে কোন সন্ত্রাসী, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা যাবে না। সম্প্রতি আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের ভারত সফর প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে নালিশ করতে ভারত যাইনি। আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমরা কোন কথা বলিনি। আমরা আমাদের দেশকে ছোট করতে চাই না। আমরা ভারতে গিয়েছি জাতীয় স্বার্থের কথা বলতে। তাদের বলেছি, রোহিঙ্গাদের পাশে ভারতের সমর্থন অব্যাহত রাখতে। আরও বলেছি, আমাদের উত্তর জনপদ শুকিয়ে যাচ্ছে। পানির জন্য হাহাকার চলছে। ভারতীয় প্রধানমন্ত্রীসহ সে দেশের নেতৃবৃন্দকে অনুরোধ করেছি তিস্তা নদীর পানি বণ্টন, আমাদের ন্যায়সঙ্গত হিস্যা এবং সীমান্ত চুক্তির বিষয় চূড়ান্ত করতে। ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে সে দেশের সমসাময়িককালের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। তার কাছে ৫ থেকে ১০ মিনিটের কথা বলার সময় পাওয়া ভেরি ডিফিকাল্ট। তিনি আমাদের ৩২ মিনিট সময় দিয়েছেন। প্রাণ খুলে কথা বলেছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর তার আস্থা আছে। তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যার মতো চ্যালেঞ্জ এবং অতিক্রম, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক, ক্যারিশম্যাটিক ও ক্রিয়েটিভ লিডারশিপ। তৃণমূলই আওয়ামী লীগের মূল শক্তি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে আমরা চিন্তিত নই। তারা নিজেরা নিজেদের চোরাবালিতে আটকে আছে। সকালে নগরীর এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে অনুষ্ঠিত দলের তৃণমূলের এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, দলের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, নগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মন্ত্রী ডাঃ আফসারুল আমীন, খোরশেদ আলম সুজন, এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ।
×