ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লাল গোলাকার ফুল

তবু আজ তোমার জন্য মে ফ্লাওয়ার... অপার মুগ্ধতা

প্রকাশিত: ০৬:০০, ৬ মে ২০১৮

তবু আজ তোমার জন্য মে ফ্লাওয়ার... অপার মুগ্ধতা

মোরসালিন মিজান ॥ গোলাপ তোমার প্রিয়/আরও প্রিয় মৌ মৌ/গন্ধ-বকুল/জানি, তবু আজ তোমার জন্য/মে ফ্লাওয়ার...। হ্যাঁ, মে ফ্লাওয়ারেরই সময় এখন। মে মাসে মূল আকর্ষণ মে ফ্লাওয়ার। এই মাসে বহু ফুল ফুটে, যত যাই ফুটুক, লাল গোলাকার ফুলটির আলাদা আবেদন। স্বতন্ত্র সৌন্দর্য। দারুণ ব্যাপার এই যে, একদিকে মে মাসের শুরু হয়। অন্যদিকে মাথা তুলে দাঁড়াতে থাকে মে ফ্লাওয়ার। মাসের একেবারে প্রথম দিন থেকেই ফুল দৃশ্যমান হয়। ফুলের দিকে তাকিয়ে বোঝা হয়ে যায় মে মাস এখন। মে ফ্লাওয়ার নামকরণ এ কারণেই। প্রতিবছরের মতো এবারও নিজের বাসার সামনের বাগানেই প্রথম দেখা হলো মে ফ্লাওয়ার। দুটি মাটি ভর্তি টব। এতদিন উর্বর মাটির নিচে ডুব দিয়ে ছিল কন্দ। এপ্রিলে পেঁয়াজের মতো অংশটি উঁকি দিয়ে অস্তিত্বের জানান দেয়। তারপর একটু একটু করে গাছের চোহারা। অচিরেই গ্রীষ্মের রোদ আর বৃষ্টির জলে ভেজা মাটি ফুঁড়ে বের হয়ে আসে সবুজ নরম কা-। এপ্রিলের শেষ হচ্ছে হবে, ঠিক তখন প্রথম ফুলটির দেখা মিলল। হ্যাঁ, দুই একদিন আগেও ফুটে মে ফ্লাওয়ার। কা-ের উপরিভাগে বড় বড় ফুল। একটি ঝরে পড়বে। অন্যটি ফুটবে। এভাবে মাসের পুরোটা জুড়েই থাকবে প্রিয় ফুল। মে ফ্লাওয়ারের গড়ন কদম ফুলের সঙ্গে কিছুটা মিলে যায়। মেলানো যায়। তবে কদমের চেয়ে আকারে বড়। হালকা লাল রংয়ের ফুল। প্রথম দেখায় মনে হয় পুরোটা কাঁটায় ঘেরা। আদতে তা নয়। আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিলে নরম কোমল একটা অনুভূতি হয়। আঙ্গুলের ডগায় ওঠে আসে ছিটে ফোঁটা হলুদ রং। যেন ভালবাসার চিহ্ন! বর্তমানে ঢাকার অনেক বাসার ছাদ বাগানে দেখা যাচ্ছে মে ফ্লাওয়ার। রাস্তার ধারে যেসব নার্সারি সেগুলোতে আরও বেশি দৃশ্যমান। গত শুক্রবার আগারগাঁওয়ের প্রায় প্রতিটি নার্সারি ঘুরে মে ফ্লাওয়ার দেখা হলো। চমৎকার সাজিয়ে রাখা হয়েছে। শিশু পার্ক সংলগ্ন ফুটপাথেও অনেকগুলো নার্সারি। এখানে ফোটা মে ফ্লাওয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় মুগ্ধ হয়ে দেখছেন পথচারীরা। উদ্ভিদবিদ দ্বিজেন শর্মার বর্ণনা থেকে জানা যায়, মে ফ্লাওয়ারের অস্তিত্ব প্রথম চোখে পড়ে আফ্রিকা মহাদেশে। বর্তমানে পৃথিবীর অনেক দেশেই হয়। বাংলাদেশেও আছে বহুকাল ধরে। গোলাকার দেখতে হওয়ায় ফুলটিকে বল লিলিও বলা হয়। একই কারণে বলা হয় গ্লোব লিলি। পাউডার পাফ লিলি, আফ্রিকান ব্লাড লিলি নামেও পরিচিত। মে ফ্লাওয়ার গাছ লম্বায় ১০ মিটার পর্যন্ত হয়ে থাকে। ফুল প্রায় ৩ সেমি. চওড়া হয়। পাপড়ি ও পুংকেশর অসমান। মে ফ্লাওয়ার মাত্র এক মাস স্থায়ী হয়। ফুল ঝরে পড়ার পর পাতার সৌন্দর্য আরও কিছুদিন উপভোগ করা যায়। তার পর পাতা কা- কিছুই থাকে না। এ কারণে প্রেম সত্ত্বেও অনেকে মে ফ্লাওয়ারকে ভুলে থাকেন। চেনা জানা ফুলের গাছ দিয়ে সাজানো বাগানে এটির জায়গা হয় না। বিশেষ ভালবেসে শৌখিন ফুলপ্রেমীরা বাঁচিয়ে রেখেছেন মে ফ্লাওয়ার। সকলের নিবিড় পরিচর্যায় বেঁচে থাক প্রিয় ফুল।
×