ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কসবায় আইসিটি আইনে সাত মামলা ॥ তদন্তের অনুমোদন

প্রকাশিত: ০৫:৫৯, ৬ মে ২০১৮

কসবায় আইসিটি আইনে সাত মামলা ॥ তদন্তের অনুমোদন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবায় আইনমন্ত্রী আনিসুল হক ও তার ব্যক্তিগত সহকারী রাশেদুল কায়ছার ভূইয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ এনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে সাতটি মামলা দায়ের করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুজ্জামান জানান, পুলিশ সদর দফতর সবক’টি মামলারই তদন্তের অনুমোদন দিয়েছে। গত তিনদিনে এসব মামলা রেকর্ড করা হয়। দলীয় নেতা-অনুসারীদের দায়ের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহ আলম এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা শ্যামল কুমার রায়সহ তাদের সমর্থক ও অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
×