ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভার্সিটি ছাত্রীকে হেলপারের ইভটিজিং ॥ বাস ভাংচুর

প্রকাশিত: ০৫:৫৮, ৬ মে ২০১৮

চট্টগ্রামে ভার্সিটি ছাত্রীকে হেলপারের ইভটিজিং ॥ বাস ভাংচুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাসের হেলপার কর্তৃক ইভটিজিংয়ের শিকার বলে অভিযোগ উঠেছে। এ তথ্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১০নং রুটের একটি বাস ভাংচুর করে। শনিবার দুপুরে নগরীর ওয়াসা মোড়ে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ট্রাফিক পুলিশদের ওপরও চড়াও হয় বিক্ষুব্ধরা। গণপিটুনি খাওয়া চালক ও হেলপারকে চকবাজার থানা পুলিশ আটক করেছে। জানা গেছে, শনিবার সকালে ১০নং রুটের একটি পাবলিক বাসে চড়ে নগরীর কাঠগড় এলাকা থেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় বাসের হেলপার তাকে ইভটিজিং করে। এ নিয়ে মেয়েটির সঙ্গে বাসচালক ও হেলপারের বাকবিত-াও হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে মেয়েটি তার সহপাঠীদের ইভটিজিংয়ের বিষয়টি জানায়। এতে সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে দুপুর দেড়টার দিকে ১০নং রুটের লোকাল বাসগুলো ওয়াসার মোড়ে থামিয়ে থামিয়ে ড্রাইভার ও হেলপারকে চিহ্নিত করার চেষ্টা করছিল।
×