ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালের টয়লেট দেখে আশাহত সচিব!

প্রকাশিত: ০৫:৫৭, ৬ মে ২০১৮

শাহজালালের টয়লেট দেখে আশাহত সচিব!

স্টাফ রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের অবস্থা দেখে সন্তুষ্ট হতে পারেননি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এম মুহিবুল হক। শনিবার ছুটির দিনে পরিদর্শনে গিয়ে তিনি যা দেখলেন- তাতে কিছু ত্রুটি বিচ্যুতি তার চোখে পড়ে। বিশেষ করে টয়লেটের নোংরা চিত্র তাকে আশাহত করে। শুধু টয়লেট নয়-বিমানবন্দরের কার্গো, কার পার্কিং, ক্যানোপি, কাস্টমস হল, গ্রীন চ্যালেন, ইমিগ্রেশন, যাত্রী ছাউনি, ভিআইপি লাউঞ্জসহ অন্যান্য পয়েন্টে গিয়ে খোঁজ খবর নেন। কেমন দেখলেন বিমানবন্দরের সার্বিক চিত্র প্রশ্ন করা হলে জনকণ্ঠকে মুহিবুল হক, বলেন ‘অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। তবে শনিবার কোন সিদ্ধান্ত দেইনি। আগামী মঙ্গলবার আবার পরিদর্শনে যাওয়ার পর সিদ্ধান্ত নেব। কোথায় কি করতে হবে কিভাবে যাত্রী সাধারণের আস্থা অর্জন করতে হবে সে সম্পর্কে গাইডলাইন দেয়া হবে। বিমানবন্দর ভাল চলছে। তবে অনেক জায়গাতেই আরও উন্নতি করার যথেষ্ট সুযোগ আছে। যেমন আমি নারী ও পুরুষের টয়লেট দেখেছি। এখানে আরও অনেক উন্নতি করার বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আরও মনোযোগী হতে হবে। এছাড়া কার্গোতে গিয়ে দেখি বাইরে খোলা আকাশের নিচে মালামাল পড়ে আছে। এগুলো দ্রুত সরিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে। যাত্রীদের প্রতি আরও যতœবান হতে হবে।
×