ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে দুই জেলায় ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৬, ৬ মে ২০১৮

বজ্রপাতে দুই জেলায় ৪ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে সুনামগঞ্জ ও ঝিনাইদহে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে দুই এইচএসসি পরীক্ষার্থী এবং ঝিনাইদহে স্কুলের এক দফতরি ও এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার এসব প্রাণহানির ঘটনা ঘটে। খবর নিজস্ব সংবাদদাতাদের। কালবৈশাখী ঝড়ের সময় বাড়ি ফেরার পথে সুনামগঞ্জে বজ্রপাতে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ এখলাসুর রহমান ও একা রানী দাস। এখলাস গৌরারং ইউনিয়নের সাক্কুয়ার হাওড়ে ভাটি সাফেলা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে এবং একা রানী উজান সাফেলা গ্রামের রাধিকা রঞ্জন দাসের কন্যা। জানা যায়, এখলাসুর রহমান গ্রামের পাশে সাক্কুয়ার হাওড়ে দুপুরে ধান কাটার সময় এবং হাওড়ে পিতার জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার পথে একা রানী বজ্রপাতে গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের আত্মীয় স্বজনরা হাওড় থেকে দু’জনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় শিক্ষার্থী একা রানী দাস মারা যান। আর এখলাসুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু ও মহেশপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এরা হলো হরিণাকুন্ডুর ভালকী গ্রামের মানোয়ার হোসেন (৪৫) ও মহেশপুরের বাথানগাছি গ্রামের নির্মল কুমার শর্মা (৪৭)।
×