ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ নাগরিক তারেকের লন্ডনে কোম্পানি, এখন বিএনপি কী উত্তর দেবে?

প্রকাশিত: ০৫:৫১, ৬ মে ২০১৮

ব্রিটিশ নাগরিক তারেকের লন্ডনে কোম্পানি, এখন বিএনপি কী উত্তর দেবে?

বিশেষ প্রতিনিধি ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ব্রিটিশ নাগরিক হিসেবে লিমিটেড কোম্পানি খুলে তারেক রহমান যুক্তরাজ্যে ব্যবসা করছেন। যে দলটির ভিত্তি মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে, মিথ্যাচার করাই যাদের অভ্যাস, সেই দল বিএনপি তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে এখন কী উত্তর দেবে?’ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৭তম জš§বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘আজকে পত্রিকায় দেখলাম তারেক রহমান ২০১৫ সালে লন্ডনে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেন। যার নাম ‘হোয়াইট এ্যান্ড ব্লু কনসালটেন্স লিমিটেড’। সেখানে তার পরিচয় তিনি ব্রিটিশ নাগরিক। ব্রিটিশ নাগরিক হিসেবেই কোম্পানিটি তিনি প্রতিষ্ঠা করেছেন। উনার স্ত্রী জোবায়দা রহমান সেই কোম্পানির অন্যতম পরিচালক। এখন বিএনপি কি বলবে? বিএনপি এখন নানা শর্ত দিলেও পরে সব মেনেই একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে এমন আশাবাদ ব্যক্ত করে খাদ্যমন্ত্রী বলেন, আমরা বুঝতে পারছি, তারা পানি ঘোলা করে খাবে। তারা হয়ত শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। আমরাও সেটা চাই। তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে কোন সঙ্কট নেই। নির্বাচন নিয়ে কোন আলাপ-আলোচনা বা সমঝোতার প্রশ্নই আসে না। তিনি বলেন, আমরা চাই সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন। ড. কামাল সাহেবরা যখন বলেন সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আমরা চাই তারাও নির্বাচনে আসুক। কমিউনিস্ট পার্টির যারা নির্বাচন সম্পর্কে কথাবার্তা বলেন, আমরা চাই তারাও নির্বাচনে আসুক। সংবিধানের মধ্য থেকে গতবারের মতো নির্বাচনকালীন সরকার গঠনের যে ইঙ্গিত প্রধানমন্ত্রী দিয়েছেন, তাতে বিএনপির অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে জানান কামরুল ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া ও তাঁর দলের সংসদে যেহেতু কোন অবস্থান নেই, সেহেতু নির্বাচনকালীন সরকারে তাদের থাকার কোন সুযোগ নেই। নির্বাচন সময় মতোই হবে, নির্বাচনকালীন সরকারেও শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন। খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে তিনি বলেন, দ- যদি আদালত স্থগিত করেন, তাঁর জামিন দেন বা না দেন সেটা কোন প্রশ্ন না, দ- স্থগিত করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন যদি কেউ বানচাল করতে চায়, জনগণের জানমালের ক্ষতি করতে চায়, আগুন সন্ত্রাস করতে চায়, তাদের ছেড়ে দেয়া হবে না। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, দেশে কোন সঙ্কট নেই। দেশ ভালভাবে চলছে। সঙ্কট আছে বিএনপিতে। বিএনপির সঙ্কট নিয়ে আমরা আলোচনা করতে পারব না। তিনি বলেন, বিএনপির রাজনৈতিক দেওলিয়াত্ব এমন পর্যায় গেছে যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানালেন তার বাংলাদেশে নাগরিকত্ব নেই। যিনি ১৯৬৭ সালে পাকিস্তানের করাচীতে জš§ গ্রহণ করেছেন। পাকিস্তান গিয়ে তারেক রহমান নাগরিকত্ব চাইলে সে দেশের সরকার জন্মসূত্রে তাকে নাগরিকত্ব দিতে বাধ্য। বাংলাদেশ সরকার বাধ্য নয়। হাছান মাহমুদ বলেন, দেশে কিছু বিশেষজ্ঞ আছেন যারা টকশোতে গিয়ে টেলিভিশনের পর্দা গরম করেন। দেশে তিন ধরনের বিশেষজ্ঞ আছেন। সত্যিকারের বিশেষজ্ঞ, সব বিষয়ে জান্তা বিশেষজ্ঞ, আর বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ। সবজান্তা বিশেষজ্ঞরা বলেন বিএনপির নির্বাচনে অংশগ্রহণ ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো জনগণের নির্বাচনে অংশগ্রহণ করা। কোন দল যদি নির্বাচনে না আসে আর যদি জনগণ নির্বাচনে ভোট দেয় সেটা হবে অর্থবহ নির্বাচন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী প্রমুখ।
×