ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাহিত্যে এবারের নোবেল পুরস্কার স্থগিত

প্রকাশিত: ০৮:১৮, ৫ মে ২০১৮

সাহিত্যে এবারের নোবেল পুরস্কার স্থগিত

জনকণ্ঠ ডেস্ক ॥ যৌন অসদাচরণের অভিযোগ তদন্ত নিয়ে বেকায়দায় থাকা সুইডিশ একাডেমি এ বছর সাহিত্যের নোবেল পুরস্কার ঘোষণা করবে না। শুক্রবার এক বিবৃতিতে সুইডিশ একাডেমি জানিয়েছে, ২০১৮ সালের পুরস্কারটি তারা ‘রিজার্ভড প্রাইজ’ হিসেবে ২০১৯ সালের পুরস্কারের সঙ্গে ঘোষণা করতে চায়। একাডেমির একজন সদস্যের স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির তদন্তে একাডেমির ভূমিকা প্রশ্নের মুখে পড়ার পর সঙ্কটময় একটি সময় পার করছে প্রতিষ্ঠানটি। ওই সদস্যের পাশাপাশি একাডেমির প্রধান সারা দানিউসসহ মোট চারজন এ পর্যন্ত পদত্যাগ করেছেন। ফলে একাডেমিতে নতুন কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তৈরি হয়েছে কোরাম সঙ্কট। সুইডিশ একাডেমি বিবৃতিতে বলেছে, ‘সদস্য কমে আসায় এবং আস্থার সঙ্কট তৈরি হওয়ার প্রেক্ষাপটে একাডেমির এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’ সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য ১৯০১ সাল থেকে চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। পরে এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থনীতির নোবেল। বিশ্বযুদ্ধের মধ্যে ছয় বছরের হিসাব বাদ দিলে এ পর্যন্ত কেবল একবার সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়নি। সুইডিশ একাডেমির অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের দায়িত্বে থাকা ফরাসী আলোকচিত্রী জ্যঁ ক্লোদ আহনুর বিরুদ্ধে ১৮ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ আনলে গতবছর নবেম্বরে এই নোবেল সঙ্কটের সূচনা হয়। আহনুর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তার অনেকগুলো আবার ঘটেছে সুইডিশ একাডেমির মালিকানাধীন ভবনে। আহনু বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সমস্যা আরও জটিল রূপ পায় কারণ আহনুর স্ত্রী কবি কাতারিনা ফ্রসতেনসন সুইডিশ একাডেমির একজন সদস্য। কিন্তু সুইডিশ একাডেমি ফ্রসতেনসনকে অপসারণের বিপক্ষে অবস্থান নিলে শুরু হয় তীব্র সমালোচনা। সেই সঙ্গে স্বার্থের সংঘাত আর পুরস্কারের জন্য মনোনীতদের নাম আগেই ফাঁস হওয়ার অভিযোগ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এই রয়্যাল একাডেমি। এর ধারাবাহিকতায় কাতারিনা ফ্রসতেনসন এবং একাডেমির পার্মানেন্ট সেক্রেটারি সারা দানিউসসহ চার সদস্য পদত্যাগ করলে প্রতিষ্ঠানটি বড় ধরনের অনিশ্চয়তায় পড়ে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সুইডিশ একাডেমির বাকি সদস্যরা এক বিশেষ বৈঠকে বসেন। এরপর শুক্রবার চলতি বছরের পুরস্কারের কার্যক্রম স্থগিতের ঘোষণা আসে।
×