ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের মাধ্যমেই মেহনতি মানুষের মুক্তি অর্জন সম্ভব ॥ ডাঃ শহীদুল্লাহ

প্রকাশিত: ০৮:১৪, ৫ মে ২০১৮

মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের মাধ্যমেই মেহনতি মানুষের মুক্তি অর্জন সম্ভব ॥ ডাঃ শহীদুল্লাহ

শুক্রবার বিকেলে গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা কার্যালয়ে দলের সহযোগী সংগঠন : শ্রমিক ঐক্যের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় সরকার মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গিকার শ্রমিক, কৃষকের অধিকার বাস্তবায়নের জন্য নিরলস কাজ করছে। বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, জীবন যাত্রার মান বেড়েছে, আমাদের লক্ষ্য রাখতে হবে সকল ক্ষেত্রে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের অধিকার যেন সমভাবে নিশ্চিত হয়। কেন না দেশের সিংহভাগ মানুষ শ্রমিক, কৃষক। তাদের উন্নয়নের ওপরই দেশের উন্নয়ন নির্ভরশীল। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের অধিকারের ব্যাপারে গণতন্ত্রী পার্টির ত্যাগী নেতাকর্মীরা অতীতেও সোচ্চার ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতেও থাকবেন। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের মাধ্যমেই সম্ভব সত্যিকার অর্থে মেহনতি মানুষের মুক্তি অর্জন। উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল, সহ-সভাপতি রেজাউল করিম খাঁন, বীর মুক্তিযোদ্ধা আবদুল গনি শেখ, সাংগঠনিক সম্পাদক উৎপল বণিক, যুবনেতা মাহফুজ আহম্মেদ, ছাত্র ঐক্যের আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহাগ সদস্য সচিব রায়হান ও নাসিম। -বিজ্ঞপ্তি
×