ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিল কসবি ও পোলানস্কি অস্কার একাডেমি থেকে বহিষ্কৃত

প্রকাশিত: ০৬:৪৩, ৫ মে ২০১৮

বিল কসবি ও পোলানস্কি অস্কার একাডেমি থেকে বহিষ্কৃত

মার্কিন একাডেমি অব মোশন পিকচার আর্টস এ্যান্ড সায়েন্সেস থেকে বৃহস্পতিবার বিল কসবি (৮০) ও রোমান পোলানস্কিকে (৮৪) বহিষ্কার করা হয়েছে। অস্কার পরিচালনা করা এই একাডেমি জানিয়েছে, স্ট্যান্ডার্ডস অব কন্ডাক্ট অনুযায়ী এই পদক্ষেপ নেয়া হয়েছে। টিভি তারকা কসবি গত মাসে যৌন হয়রানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে অস্কার বিজয়ী পরিচালক পোলানস্কি ১৯৭৭ সালে ১৩বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের কথা গত সপ্তাহে স্বীকার করেন। খবর বিবিসির। গতবছর যৌন হয়রানির অসংখ্য অভিযোগের পর প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনকেও একাডেমি থেকে বহিষ্কার করা হয়েছে। হার্ভে ওয়েনস্টাইনকে বহিষ্কারের এক বছরেরও কম সময় পর হ্যাশট্যাগমিটু আন্দোলন শুরু হলে অন্য অনেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয়। কসবি বা পোলানস্কিও কেউই একাডেমির সিদ্ধান্তের বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখাননি। তবে কসবির স্ত্রী ক্যামেলি তার স্বামীর বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয় বলে মত দেন। তিনি বলেন, দুঃখজনক ঘটনাটি শুধু বিল কসবির জন্যই নয় বরং দেশের জন্যও অপমানকর। মর্যাদাপূর্ণ সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এবং ধর্ষণের অভিযোগ স্বীকার করার দুদিন পর একাডেমির বোর্ড সদস্যরা বিষয়টি নিয়ে ভোট দেন। বোর্ড সদস্যরা সংগঠনের স্ট্যান্ডার্ডস অব কনডাক্ট অনুযায়ী সদস্যপদ পাওয়া অভিনেতা বিল কসবি ও পরিচালক রোমান পোলানস্কিকে বহিষ্কার করেছে। বোর্ড নৈতিক মান বজায় রাখতে উৎসাহিতকরণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে; যা সদস্যদের মানবীয় গুণাবলীর জন্য একাডেমির মূল্যবোধের প্রতি সম্মান দেখাতে প্রয়োজনীয় কাজ করতে বলা হয়েছে। একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার ৯১ বছরের ইতিহাসে মাত্র চার ব্যক্তিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। প্রথম যাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তিনি হলেন অভিনেতা কারমাইন কারিডি। ২০০৪ সালে তার সদস্যপদ বাতিল করা হয়। সে সময় কারমাইন তার এক বন্ধুকে গোপনে একটি ছবির পূর্বরূপ ভিডিও পাঠিয়েছিলেন। পরে যা অনলাইনে ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোলানস্কির বিষয়ে জানতে চান যে, একাডেমির আর কতদিন সময় লাগবে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে; যিনি দশকের পর দশক ধরে ধর্ষণ করে সে অভিযোগ স্বীকারও করবেন। ১৯৭৭ সাল থেকে পোলানস্কি তিনবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ১৯৮১ সালে টেস ছবির জন্য সেরা পরিচালকের মনোনয়ন। ২০০৩ সালে দ্য পিয়ানিস্টের জন্য সেরা ছবির মনোনয়ন এবং ২০০৩ সালে দ্য পিয়ানিস্ট ছবির জন্য সেরা পরিচালকের মনোনয়ন। দ্য পিয়ানিস্ট ছবির জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কারও পান। পোলানস্কির বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি সময় ধরে বেআইনী যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। পরে পোলানস্কি ১৯৭৭ সালে সামান্থা জিমারের সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের কথা স্বীকার করেন। যে সময় এই যৌন সম্পর্কটি হয় সেই সময় সামান্থা নাবালিকা ছিলেন। অভিযোগ প্রমাণিত হলে পোলানস্কিকে ৪২দিন জেল খাটতে হয়। মুক্তি পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান। যে মামলাটি তার বিরুদ্ধে আদালতে চলছিল তা নিষ্পতির আগেই তিনি যুক্তরাষ্ট্র থেকে অন্যত্র চলে যান। পোলানস্কির ফরাসী ও পোল্যান্ডের নাগরিকত্ব রয়েছে। যে কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার জন্য মার্কিন কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের চেষ্টা অব্যাহত রাখে। যেখানে তিনি বসবাস করেন সেই নিজ মাতৃভূমি ফ্রান্স কখন তার নাগরিকদের অন্য দেশের যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেন না। যদিও এক পোলিশ আদালত যুক্তরাষ্ট্রের অনুরোধে ২০১৫ সালে পোলানস্কির ক্রাকো ছবির চিত্রগ্রহণের কাজ বন্ধ করে দেয়। সুইস কর্তৃপক্ষও যুক্তরাষ্ট্রের অনুরোধে ২০১০ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরই প্রেক্ষিতে তাকে নয় মাসের জন্য হাউস এরেস্ট করে রাখা হয়। গতবছর সামান্থা মার্কিন এক আদালতকে জানান, তিনি পোলানস্কিকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য তার বিরুদ্ধে যেন কোন পদক্ষেপ না নেয়া হয় সে আবেদনও করেন তিনি। যদিও আদালত তার আবেদন প্রত্যাখ্যান করে।
×