ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেনিয়ায় আকস্মিক বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪২, ৫ মে ২০১৮

কেনিয়ায় আকস্মিক  বন্যায় শতাধিক  মানুষের মৃত্যু

গত কয়েক সপ্তাহের ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কেনিয়ায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতে কেনিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের বন্যা উপদ্রুত এলাকায় দেখা দিয়েছে কলেরার প্রাদুর্ভাব। বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত দুই লাখ মানুষ। আলজাজিরা। কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন সাহায্যসংস্থার লোকজন হেলিকপ্টারের সাহায্যে বন্যা উপদ্রুত এলাকা থেকে আটকে পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। এখনও অসংখ্য মানুষ বানভাসী এলাকায় আটকা পড়ে আছেন। সামগ্রিক পরিস্থিতিকে ভয়াবহ মানবিক বিপর্যয় আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরী সহায়তা কামনা করেছে কেনিয়া রেডক্রস। দেশটির ৪৭ জেলার মধ্যে অন্তত ১৫টিতে ছড়িয়ে পড়েছে কলেরা। দেশটির পশ্চিম ও মধ্যাংশে আগামী কয়েকদিন আরও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেনিয়ার আবহাওয়া বিভাগ।
×