ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্রি এক্সপ্রেশন মিয়ানমারের জরিপ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় মিয়ানমার সরকার ব্যর্থ

প্রকাশিত: ০৬:৪২, ৫ মে ২০১৮

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায়  মিয়ানমার সরকার ব্যর্থ

মিয়ানমারে সাংবাদিকরা মনে করেন, তাদের সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হয়েছে যদিও কঠোর সামরিক শাসন থেকে আউং সান সুচি নির্বাচিত সরকারে উত্তরণ ঘটেছে দেশটিতে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে প্রকাশিত এক জরিপে এ কথা বলা হয়। খবর ইয়াহু নিউজ ও আলজাজিরা অনলাইনের। মানবাধিকার গ্রুপ ফ্রি এক্সপ্রেশন মিয়ানমার ও এর সহযোগী সংস্থাগুলো জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ২শ’ সাংবাদিকের সাক্ষাতকার নিয়েছে। তাতে দেখা যায়, প্রায় অর্ধেক সংখ্যক সাংবাদিক মনে করেন, সাংবাদিক হিসেবে তাদের স্বাধীনতা এক বছর আগের চেয়ে কমে গেছে। গ্রুপটি জরিপের ওপর এক রিপোর্টে বলেছে, ক্ষমতাসীন দল সংবাদমাধ্যমের স্বাধীনতা বৃদ্ধির জন্য এর নির্বাচনী ম্যানিফেস্টোতে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নে সরকারের ব্যর্থতায় সাংবাদিকরা হতাশ হয়েছেন। মিডিয়ার স্বাধীনতা রক্ষায় সরকারের সফলতা কতটুকু, এ প্রশ্নের জবাবে ৭৯ শতাংশ সাংবাদিক বলেন, কম, খুবই কম। মিয়ানমারে সামরিক শাসন চলেছে প্রায় ৫০ বছর। তারা ২০১৬ সালে নোবেল পুরস্কারে ভূষিত সুচির সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। সামরিক বাহিনী স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। পুলিশ ১২ ডিসেম্বর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ঔপনিবেশিক যুগের অফিসিয়াল সিক্রেট এ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ১৪ বছর পর্যন্ত কারাদ- ভোগ করতে হবে। প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের গত সপ্তাহের বাৎসরিক সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে মিয়ানমারের নাম রয়েছে ১শ’ ৮০টি দেশের মধ্যে ১শ’ ৩৭তম দেশ হিসেবে। সূচকে সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং সহিংসতা আক্রান্ত এলাকাগুলোতে তাদের প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গ্রুপের রিপোর্টে বলেছে, সাংবাদিকরা ক্রমবর্ধমানভাবে বিশ্বাস করছেন যে, সামরিক বাহিনীসহ সরকার মিয়ানমারে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি সবচেয়ে বড় হুমকি। বেশ কয়েকজন সাংবাদিককে গত বছর বা তার আগে তাদের দায়িত্বপালন সংশ্লিষ্ট কাজের জন্য বিচারের সম্মুখীন করা হয়েছে। কিন্তু এ্যাডভোকেসি গ্রুপ আথান বা ভয়েসের মতে, রয়টার্সের কেবল দুই সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সোই উ (২৮) আটক রয়েছেন।
×