ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাসির-মিমোর হ্যাটট্রিকের দিন

প্রকাশিত: ০৫:৪০, ৫ মে ২০১৮

নাসির-মিমোর হ্যাটট্রিকের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগে টানা দ্বিতীয় ম্যাচে জয় কুড়িয়ে নিয়েছে চারবারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং। শুক্রবার ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে তারা সাধারণ বীমাকে হারায় ৭-২ গোলে। ম্যাচের প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়েছিল বিজয়ী দল। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাব ৪-২ গোলে হারায় ওয়ান্ডারার্স ক্লাবকে। তৃতীয় ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৭-০ গোলে বিধ্বস্ত করে আজাদ স্পোর্টিং ক্লাবকে। নিজেদের প্রথম ম্যাচে এ্যাজাক্সকে ৪-০ গোলে হারিয়েছিল মোহামেডান। ম্যাচের বৈশিষ্ট্য ছিল- দলের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির কোন গোল না পাওয়া। তার মানে এই না যে তিনি খারাপ খেলেছেন। আসলে তিনি এদিন ফরোয়ার্ড নয়, খেলেন প্লে-মেকারের ভূমিকায়। অন্যদের গোল করানোর দিকেই তার ছিল মূল উদ্দেশ্য। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের সপ্তম মিনিটে মাকসুদ আলম হাবলুর হিটে ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। পরের মিনিটে বিশালের ফিল্ড গোলে সমতায় ফেরে বীমা। ১২ মিনিটে রাসেল মাহমুদ জিমির থ্রু পাস নাসির পুশ করার পর আলতো টোকায় গোল করে আবারও মোহামেডানকে এগিয়ে নেন রাব্বী সালেহীন। ২৮ মিনিটে বিশালের রিভার্স হিটে আবারও সমতায় ফেরে বীমা। ৩০ মিনিটে অজিত কুমার ঘোষের গোলে ৩-২ গোলে আবারও লিড নেয় সাদা-কালোরা। ৪৭ মিনিটে নাসিরের রিভার্স হিটে রাব্বী সালেহীনের প্লেসিংয়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-২। এরপর টানা তিন গোল করেন নাসির। ৫১ মিনিটে জিমির বাড়ানো বল লক্ষ্যে পৌঁছে দেয়ার ছয় মিনিট পর আবারও গোল করেন তিনি। ৬১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন নাসির। দ্বিতীয় ম্যাচের ৩ মিনিটেই পিসি গোল করে এগিয়ে যায় ওয়ারী। গোলদাতা বিল্লাল হোসেন। ২৩ মিনিটে ওয়ারীর অধিনায়ক নিজামউদ্দিন পিসি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৩ মিনিট পরেই শামির রায় ফিল্ড গোল করলে স্কোরলাইন ৩-০তে দাঁড়ায়। ৩৪ মিনিটে ওয়ান্ডারার্সের মোস্তাফিজুর রহমান লালন ফিল্ড গোল করলে ব্যবধান কিছুটা কমে (১-৩)। ৪৪ মিনিটে ওয়ারীর আশিক মাহমুদ ফিল্ড গোল করলে ব্যবধানের মাত্রা আরেকটু বাড়ে। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে ওয়ান্ডারার্সের মোস্তাফিজুর রহমান লালন আরেকটি গোল করলেও তা হার হার এড়াতে যথেষ্ট ছিল না। এদিকে নিজেদের টানা তৃতীয় জয় কুড়িয়ে নিয়েছে লীগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার। জয়ী দলের পুস্কর খিসা মিমো হ্যাটট্রিক করেন (যা চলমান লীগের চতুর্থ হ্যাটট্রিক)। জোড়া গোল করেন মামুনুর রহমান চয়ন। এছাড়া ১টি করে গোল করেন হাসান যুবারের নিলয় এবং মোহাম্মদ জুলহাইরি।
×