ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনি সেরা ফুটবলার, টিটু সেরা কোচ

প্রকাশিত: ০৫:৩৯, ৫ মে ২০১৮

জনি সেরা ফুটবলার, টিটু সেরা কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের ২০১৬-১৭ মৌসমের খেলোয়াড়, কোচ ও রেফারিদের মধ্যে সেরাদের ‘সাইফ পাওয়ার ব্যাটারি বিএফএসএফ-বিপিএল ফুটবল এ্যাওয়ার্ড’ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে প্রধান অতিথি ছিলেন সাইফ পাওয়ার ব্যাটারি কোম্পানির জিএম (ফাইন্যান্স এ্যান্ড একাউন্টস) হেলাল উদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম আকবর। স্বাগত বক্তা ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবায়ের। শুরুতে দেশের ফুটবল ও ফোরামের বিভিন্ন কার্যক্রম লিখিত বক্তব্যে তুলে ধরা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন ঃ সেরা ডিফেন্ডার- মঞ্জুরুর রহমান মানিক (মোহামেডান), সেরা মিডফিল্ডার-আলী হোসেন (শেখ জামাল), সেরা স্ট্রাইকার-নাইন খান জাভেদ (শেখ জামাল), সেরা গোলরক্ষক-রেদওয়ান হোসেন পাপ্পু (সাইফ স্পোর্টিং), উদীয়মান খেলোয়াড়-মাহবুবুর রহমান সুফিল (আরামবাগ), সেরা খেলোয়াড়-মাসুক মিয়া জনি (চট্টগ্রাম আবাহনী), সর্বোচ্চ গোলদাতা-তৌহিদুল আলম সবুজ (চট্টগ্রাম আবাহনী), সেরা কোচ-সাইফুল বারী টিটু (চট্টগ্রাম আবাহনী), সেরা সহকারী কোচ-তাজউদ্দিন তাজু (শেখ জামাল), সেরা গোলরক্ষক কোচ-মোঃ হুমায়ূন (সাইফ স্পোর্টিং), সেরা রেফারি- মিজানুর রহমান, সহকারী রেফারি-নুরুজ্জামান ও মাহমুদ জামাল ফারুক নাহিদ, সেরা সমর্থক-মোঃ হাসান (ঢাকা আবাহনী), সফল সংগঠক-শাহজাহান কবির (প্রতিষ্ঠাতা ও পরিচালক (শেখ রাসেল), মোঃ মফিজ উদ্দিন (সহকারী শিক্ষক, ময়মনসিংহ কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয়), মিনতি রানী শীল (প্রধান শিক্ষক, কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয়), মোঃ ওমর (সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়)।
×