ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যাল আজ ফাইনাল

ফাইনালে রাজশাহী

প্রকাশিত: ০৫:৩৯, ৫ মে ২০১৮

ফাইনালে রাজশাহী

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালের ফাইনালে উঠে গেছে খালেদ মাসুদ পাইলটের দল এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। অপরাজিত থেকে সবার আগে ফাইনালে উঠেছে দলটি। টানা তিন ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল দলটি। শুক্রবার টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচটিতে আম্বার চিটাগং মাস্টার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির জন্য হয়নি। তাতে করে ১ পয়েন্ট করে মিলেছে। কোন ম্যাচে হারের স্বাদ এখনও নিতে হয়নি রাজশাহীকে। আজ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে খেলবে রাজশাহী। শিরোপা নির্ধারণী ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ কোন দল তা আজই নির্ধারিত হবে। আজ সকালে স্টেডিয়ামে মূল ভেন্যু ও একাডেমি মাঠে টুর্নামেন্টের গ্রুপপর্বের বাকি দুটি খেলা হবে। বেক্সিমকো ঢাকা মাস্টার্স ও সিলেট সিক্সার্স মাস্টার্স এবং র ন্যাশন খুলনা মাস্টার্স ও চিটাগং মাস্টার্সের মধ্যকার লড়াই হবে। এ দুটি লড়াইয়ের পর হবে ফাইনাল। রাজশাহী ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। ঢাকা ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। চিটাগং ৩ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে। খুলনা ৩ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। দলটি শুক্রবার সিলেটকে বৃষ্টি আইনে ১২ রানে হারিয়ে প্রথম জয় তুলে নেয়। হাবিবুল বাশার সুমন প্রথম দুই ম্যাচ বাহুর পেশিতে চোট থাকায় খেলেননি। শুক্রবার খেলেছেন। দলও জিতেছে। সিলেট টানা তিন ম্যাচেই হেরেছে। সিলেটের বিদায় আগেই হয়েছে। খুলনারও বিদায় হয়েছে। কারণ দলটি ঢাকার কাছে হেরেছে। ওপরে উন্নীত হওয়ার ক্ষেত্রে ‘হেড টু হেড’ ধরা হবে। সেক্ষেত্রে খুলনা আজ জিতলে হবে ৪ পয়েন্ট। ঢাকার এরই মধ্যে ৪ পয়েন্ট আছে। খুলনার চেয়ে ‘হেড টু হেডে’ এগিয়ে আছে। বাকি বেঁচে থাকল ঢাকা ও চিটাগংয়ের মধ্যে যে কোন একদলের ফাইনালে খেলার স্বপ্ন। এক ম্যাচ করে বাকি থাকায় ঢাকা জিতলে পয়েন্ট বেশি নিয়ে ফাইনালে খেলবে। চিটাগং তখন জিতলেও লাভ হবে না। আর যদি ঢাকা হারে চিটাগং জিতে; তাহলে চিটাগং ফাইনালে খেলবে। দুই দলই যদি জিতে, তাহলেও ঢাকা ফাইনালে খেলবে। আর দুই দলই যদি হারে, তখনও ঢাকাই খেলবে ফাইনালে। খুলনা তখন ঢাকার সমান ৪ পয়েন্ট হলেও ‘হেড টু হেডে’ পিছিয়ে পড়বে। দলটির এরই মধ্যে বিদায় ঘণ্টা বেজেছে। শেষদিন পর্যন্ত সাবেক ক্রিকেটারদের এ মিলনমেলার টুর্নামেন্টের উত্তেজনা টিকে থাকছে। দেখা যাক, আজ শেষ পর্যন্ত ফাইনালে রাজশাহীর প্রতিপক্ষ হয় কোন দল। চ্যাম্পিয়নই বা হয় কোন দল।
×