ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পৃথ্বি শর মাঝে শচীনের ছায়া

প্রকাশিত: ০৫:৩৭, ৫ মে ২০১৮

পৃথ্বি শর মাঝে শচীনের ছায়া

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি অসাধারণ অধিনায়কত্বে ভারতকে অনুর্ধ-১৯ বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন পৃথ্বি শ। আইপিএলেও নিজের ব্যাটিং দিয়ে সবাইকে মুগ্ধ করে চলেছেন। পৃথ্বির ব্যাটিং দেখে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক মার্ক ওয়াহ তাকে তুলনা করেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকরের সঙ্গে, ‘প্রথমেই যে ব্যাপারটি চোখে পড়বে তা হচ্ছে ওর টেকনিক। এটি হুবহু শচীন টেন্ডুলকরের মতো। গ্রিপ, স্টান্স, পিচের গভীরে গিয়ে ব্যাট করা; সবকিছুই শচীনের কথা মনে করিয়ে দেয়। সে সবগুলো বল খুবই শান্ত থেকে খেলে এবং দারুণভাবে পিচের ব্যবহার করে। বলের মেধা বুঝে উইকেটের চারপাশে স্ট্রোক খেলার সামর্থ্য রয়েছে। এক কথায় শচীনের অবিকল ব্যাটিং করে পৃথ্বি।’ টানা হারে টুর্নামেন্টে আশা যখন শেষ তখন দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে গৌতম গাম্ভীরের জায়গায় ওপেনিংয়ের দায়িত্ব দেয়া হয় পৃথ্বিকে। এ পর্যন্ত ৪ ইনিংস সূচনা করেছেন তিনি। ১৬৬.৬৬ স্ট্রাইকরেটে করেছেন ১৪০ রান। সব ম্যাচেই দিল্লীকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। অভিষেকের পরের ম্যাচে তো ইতিহাসই গড়েন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড গড়েন প্রতিভাবান এই ব্যাটসম্যান। সেদিন ১৮ বছর ১৬৯ দিন বয়সে খেললেন ৬২ রানের দুর্দান্ত ইনিংস।
×