ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শূন্য হাতেই ওয়েঙ্গারের বিদায়

প্রকাশিত: ০৫:৩৭, ৫ মে ২০১৮

শূন্য হাতেই ওয়েঙ্গারের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ টানা ২২ বছরের মায়াজাল ছিন্ন করার ঘোষণা দিয়েছেন আগেই। উয়েফা ইউরোপা লীগ জিতে শেষটা অন্তত রঙিন করার সুযোগ ছিল কোচ আর্সেন ওয়েঙ্গারের। কিন্তু সেটাও পারলেন না ফরাসী এই কোচ। কেননা তার দল আর্সেনাল ইউরোপা লীগের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে হেরেছে গানার্সরা। আগের লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল ওয়েঙ্গারের দল। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে ফাইনালে উঠেছে এ্যাটলেটিকো। সালসবার্গে অনুষ্ঠিত আরেক সেমির ফিরতি লেগে ২-১ গোলে হেরেও ফাইনালের টিকেট পেয়েছে ফ্রান্সের মার্শেই। কেননা প্রথম লেগে ২-০ ব্যবধানে জয়ী হওয়ায় দুই লেগ মিলিয়ে সালসবার্গকে ৩-২ গোলে পেছনে ফেলেছে ফরাসী ক্লাবটি। ফিরতি লেগে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২-০ গোলে জিতেছিল অস্ট্রিয়ার ক্লাব সালসবার্গ। যে কারণে দুই লেগ মিলিয়ে সমতা বিরাজ করে। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এই সময়ে রোলান্ডো ১১৬ মিনিটে মহামূল্যবান গোল করে মার্শেইকে ফাইনালের টিকেট পাইয়ে দেন। এর মাধ্যমে ২০০৪ সালের পর প্রথম কোন ফরাসী ক্লাব হিসেবে ইউরোপা লীগের ফাইনালে উঠেছে মার্শেই। মূলত আর্সেন ওয়েঙ্গারের শেষ স্বপ্ন পূরণ করতে দিলেন না দিয়াগো কোস্টা। আর্সেনালকে ইউরোপা শিরোপা এনে দিয়ে একটি জমকালো বিদায় নেয়ার যে শেষ স্বপ্ন তিনি দেখেছিলেন সেটিকে হত্যা করে এ্যাটলেটিকোকে ফাইনালে পৌঁছে দিয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকার। ইউরোপীয় আসরে ওয়েঙ্গারের ২৫০তম ম্যাচটিও আর্সেনালের হয়ে শেষ ম্যাচ। যে ম্যাচে একমাত্র গোলটি করে ফরাসী কোচের হৃদয় ভেঙ্গে দিয়েছেন কোস্টা। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+২) এ্যান্টোনি গ্রিজম্যানের যোগান থেকে পাওয়া বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগের একজন খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক ডেভিড অসপিনার মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন। এই হারের কারণে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগের চূড়ান্তপর্বে খেলার সুযোগ থেকে বঞ্চিত হলো আর্সেনাল। এই সঙ্গে ঘরোয়া বা আন্তর্জাতিক মিলিয়ে একেবারেই ট্রফিশূন্য মৌসুম শেষ করে বিদায় নিতে হচ্ছে গানার্সদের হয়ে অনেক সফলতার নায়ক ওয়েঙ্গারকে। ম্যাচ শেষে ওয়েঙ্গার বলেন, আমি খুবই ভারাক্রান্ত। গোটা খেলাটি বিশ্লেষণ করলে দেখবেন এটি নিষ্ঠুর আচরণ করেছে। কিছু কিছু সময় আনন্দ দিলেও শেষ রাতে আমাকে কষ্টের সাগরে ভাসিয়েছে। আর্সেনালে ২২ বছরের কোচিং ক্যারিয়ারে কখনও ইউরোপিয়ান কোন টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি ওয়েঙ্গার। তিনবার ইংলিশ প্রিমিয়ার লীগ ও সাতবার এফএ কাপ জিতেছেন ৬৮ বছর বয়সী এই ফরাসী। ২০০০ সালে উয়েফা কাপের ফাইনাল ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি। এবার সে সুযোগ ছিল। কিন্তু ফাইনালে ওঠার আগেই স্বপ্নের অপমৃত্যু ঘটেছে। এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে বলেন, এই রাতের মতো দলের গোড়াপত্তনের জন্য কোস্টা আমাদের মাঝে এসেছে। সে সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছে। আমাদের দলে আসলেই একজন আগ্রাসী স্ট্রাইকারের প্রয়োজন ছিল।
×