ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইতালির কোচ মানচিনি

প্রকাশিত: ০৫:৩৬, ৫ মে ২০১৮

ইতালির কোচ মানচিনি

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালির জাতীয় দলের কোচ হতে চলেছেন রবার্তো মানচিনি। ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচকে দুই বছরের চুক্তিতে ইতালির কোচ হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। মূলত রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার কারণেই জিয়েমপিয়েরো ভেঞ্চুরাকে বরখাস্ত করেছিল ইতালি। তারই উত্তরসূরি হিসেবে মানচিনিকে নিয়োগ দেয়া হচ্ছে। প্রতিবেদনে উঠে আসা খবরের ভিত্তিতে আরও জানা যায় যে, আগামী ২৮ মে সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ইতালির কোচ হিসেবে অভিযান শুরু করবেন মানচিনি। তার আগে ইতালি ফুটবল ফেডারেশনের প্রধান এ্যালেজান্দ্রো কোস্টাকার্টার সঙ্গে গোপনে বৈঠক করেন। তবে ইতালিয়ান ফেডারেশনের কমিশনার রবার্তো ফ্যাব্রিসিয়ানো এখনও নিশ্চিত করেননি বিষয়টি। বরং তিনি জানিয়েছেন, আগামী ১৩ মে রাশিয়ান চ্যাম্পিয়নশিপের পরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার গাজেত্তা ডেল্লো স্পোর্টকে দেয়া এক সাক্ষাতকারে ফ্যাব্রিসিয়ানো বলেন, ‘গতকাল (সোমবার) রোমে একটা মিটিং ছিল...। মিটিংয়ে রবার্তো মানচিনিও ছিল। মানচিনি এখন জেনিত সেন্ট পিটার্সবার্গের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে মিটিংয়ে সে জানিয়েছে যে, জেনিতের সঙ্গে সম্পর্কের ইতি টানতে প্রস্তুত এবং জাতীয় দলের কোচের দায়িত্ব নিতেও আগ্রহী। আমি বলব, এখন পর্যন্ত চূড়ান্ত কোন কিছুই হয়নি।’
×