ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোচ নিয়ে সিদ্ধান্ত আজ

প্রকাশিত: ০৫:৩৫, ৫ মে ২০১৮

কোচ নিয়ে সিদ্ধান্ত আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ফুটবল দল বেশ কদিন ধরেই কোচশূন্য। কে হচ্ছেন কোচ তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আজ ন্যাশনাল টিমস কমিটির সভায় কোচ নিয়োগ চূড়ান্ত হবার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এ মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। জাতীয় দলের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি জানান, দল নির্বাচনে গতবারের ৩৫ ফুটবলারের সঙ্গে এবার বিবেচনা করা হবে অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপের ভাল খেলা কয়েকজন ফুটবলারকে। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ আর বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে কোচ নিয়োগ নাকি প্রায় চূড়ান্ত। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে দেশের বাইরে একাধিক দেশের সঙ্গে ম্যাচ আয়োজনের জন্য চিঠি দিয়েছে বাফুফে। কোচ নিয়োগ সম্পর্কে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘এশিয়া, আফ্রিকা, ইউরোপ থেকে কয়েক কোচের সিভি পেয়েছি। এদের মধ্যে যাচাই-বাছাই করে যাদের যোগ্য মনে হয়েছে তাদের দু’তিন জনের নাম দেয়া হবে। এদের মধ্য থেকেই কোচ চূড়ান্ত করা হবে।’
×